তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১

৬৪। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে?

ক. বিল গেটস খ. মার্ক জাকারবার্গ

গ. গুগলিয়েলমো মার্কনি ঘ. ম্যাক্সওয়েল

৬৫। ফেসবুক কী ধরনের ওয়েবসাইট?

ক. ভিডিও ওয়েবসাইট

খ. বাণিজ্যিক যোগাযোগের ওয়েবসাইট

গ. এনসাইক্লোপিডিয়া

ঘ. সামাজিক যোগাযোগের ওয়েবসাইট

৬৬। ২০১৪-এর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?

ক. প্রায় ১১৯ কোটি খ. প্রায় ১১০ কোটি

গ. প্রায় ১১৫ কোটি ঘ. প্রায় ১০০ কোটি

৬৭। E-learning-এর পূর্ণরূপ কোনটি?

ক. Electronic learning

খ. Electronics learning

গ. Internet learning

ঘ. Information learning

৬৮। নিচের কোনটি শিক্ষাক্ষেত্রের আধুনিক পদ্ধতি?

ক. ই-লার্নিং খ. ই-পর্চা

গ. ই-গভর্ন্যান্স ঘ. ই-বুক

৬৯। বর্তমানে ক্লাসরুমে শিক্ষকেরা কিসের সাহায্যে পাঠদানে আগ্রহী হচ্ছে?

ক. মাল্টিমিডিয়া খ. প্রজেক্টর

গ. কম্পিউটার ঘ. বই

৭০। বিজ্ঞানের বিষয়গুলো শিক্ষার্থীরা  সহজে শিখতে পারছে কিসের সাহায্যে?

ক. এনসাইক্লোপিডিয়া খ. ই-লার্নিং

গ. বই ঘ. ওয়েবসাইট

৭১। পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় তাদের অসংখ্য কোর্স কোথায় উন্মুক্ত করে দিয়েছে?

ক. অনলাইনে খ. ওয়েব পোর্টালে

গ. নেটওয়ার্কে ঘ. বইয়ে

৭২। শিক্ষক তাঁর শিক্ষার্থীদের সরাসরি দেখতে পারেন কোন প্রক্রিয়ায়?

ক. স্কাইপিতে খ. ই-বুক প্রক্রিয়ায়

গ. ই-লার্নিং প্রক্রিয়ায়

ঘ. প্রচলিত পাঠদানপদ্ধতিতে

৭৩। কম্পিউটারের সাহায্যে বেচাকেনার পদ্ধতিকে বলে—

ক. ইন্টারনেট খ. ই-কমার্স

গ. ই-মেইল ঘ. ওপরের সবগুলো

৭৪। ই-কমার্স ব্যবস্থায় কোন পদ্ধতিতে পণ্যের মূল্য পরিশোধ করেন?

ক. মোবাইল ব্যাংকিং খ. ব্যাংক চেক

গ. সরাসরি দোকানে গিয়ে

ঘ. ডাক যোগাযোগমাধ্যমে

৭৫। ঘরে বসে অনলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জনকে কী বলে?

ক. ফ্রিল্যান্সার খ. আউটসোর্সার

গ. আউটসোর্সিং ঘ. আউটগোয়িং

৭৬। টুইটারের বার্তাকে কী বলা হয়?

ক. টুইঙ্কেল খ. টুইটিং গ. টুইট ঘ. টুইটাং

৭৭। ইনফরমেশন হাইওয়ের প্রাথমিক রূপ কোনটি?

ক. ইন্টারনেট খ. নেটওয়ার্ক

গ. আইসিটি ঘ. সফটওয়্যার

৭৮। ১৪০ অক্ষরের বার্তাকে কী বলে?

ক. টুইট খ.আইসিটি গ.ফেসবুক ঘ.ডিজিটাল

৭৯। মার্ক জাকারবার্গ কবে ফেসবুক চালু করেন?

ক. ২০০১ সালের ৫ মার্চ

খ. ২০০৪ সালের ১ জানুয়ারি

গ. ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি

ঘ. ২০০৫ সালের ৭ জানুয়ারি

৮০। বর্তমান সরকার কত সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা করেছে?

ক. ২০১৯ খ. ২০২০ গ. ২০২১ ঘ. ২০২২

৮১। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (www) জনক কে?

ক. স্যার টিমোথি জন টিম বার্নাস-লি

খ. স্টিভ জজনিয়াক গ. রোনাল্ড ওয়েন

ঘ. স্যামুয়েল টমলিনসন

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মাস্টার ট্রেইনার, প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

উত্তর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

অধ্যায়-১

৬৪. খ ৬৫. ঘ ৬৬. ক ৬৭. ক ৬৮. ক ৬৯. ক ৭০. খ ৭১. ক ৭২. ঘ ৭৩. খ ৭৪. ক ৭৫. গ ৭৬. গ ৭৭. ক ৭৮. ক ৭৯. গ ৮০. গ ৮১. ক