তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

অধ্যায় ২

২৮. রেজিস্টার কী?

ক. অত্যন্ত দ্রুতগতির অস্থায়ী মেমোরি

খ. ধীরগতির অস্থায়ী মেমোরি

গ. দ্রুতগতির স্থায়ী মেমোরি

ঘ. ধীরগতির স্থায়ী মেমোরি

২৯. কন্ট্রোল ইউনিট কোনটির অংশ?

ক. র৵াম খ. রম

গ. প্রসেসর ঘ. র৵াম ক্যাশ

৩০. যোগ, বিয়োগ ও গুণের কাজ হয় কোন অংশে?

ক. নিয়ন্ত্রক অংশে

খ. গাণিতিক যুক্তি ইউনিট

গ. রেজিস্টারে

ঘ. মাদারবোর্ডে

৩১. সাউন্ড কার্ডের কাজ কোনটি?

ক. ডিজিটাল উপাত্তকে এনালগ শব্দে রূপান্তর করে

খ. এনালগ উপাত্তকে ডিজিটাল শব্দে রূপান্তর করে

গ. ডিজিটাল শব্দকে এনালগ শব্দে রূপান্তর

ঘ. এনালগ শব্দকে ডিজিটাল শব্দে রূপান্তর

৩২. জয়স্টিক কী?

ক. ভিডিও দেখার জন্য যন্ত্র

খ. গেমস খেলার জন্য যন্ত্র

গ. অডিও শোনার যন্ত্র

ঘ. একধরনের স্ক্যানার

৩৩. প্লটার কী?

ক. একটি ছাপার যন্ত্র

খ. লেখার কালি

গ. ব্লুটুথ ঘ. শব্দতরঙ্গ

৩৪. বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিলে কিসের তথ্য মুছে যায়?

ক. রম খ. র৵াম

গ. সিডি ঘ. পেনড্রাইভ

৩৫. আইবিএম কোম্পানি কত সালে মেইনফ্রেম ও মিনি কম্পিউটারে ডাটা সংরক্ষণের জন্য প্রথম হার্ডডিস্ক ব্যবহার করে?

ক. ১৯৫২ খ. ১৯৫৬

গ. ১৯৬৫ ঘ. ১৯৬৭

৩৬. তথ্য ধারণক্ষমতার কারণে নিচের কোনটি অত্যন্ত জনপ্রিয়?

ক. মেমোরি কার্ড খ. সিডি

গ. হার্ডডিস্ক ঘ. ফ্লপিডিস্ক

সঠিক উত্তর

অধ্যায় ২: ২৮. ক ২৯. গ ৩০. ক ৩১. ক ৩২. খ ৩৩. ক ৩৪. খ ৩৫. খ ৩৬. গ