তুমি কি জানো?
ইলিশ সামুদ্রিক মাছ। তবে ডিম ছাড়ার সময় ইলিশ নদীর মিঠা পানিতে আসে।
সমুদ্রের লবণাক্ত পানিতে ডিম নষ্ট হয়ে যায় বলেই ইলিশ নদীতে ডিম ছাড়তে আসে।
বড় আকারের একটি ইলিশ ২০ লক্ষ ডিম পাড়ে।
বাংলাদেশের মোট মত্স্য উত্পাদনের শতকরা প্রায় ১২.৪৫ ভাগ ইলিশ।