বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-৫: মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
৭২। Insert Picture ডায়ালগ বক্সের মাধ্যমে কোন কাজটি করা হয়?
ক. ছবি মুছে ফেলা
খ. ছবি যোগ করা
গ. ছবি সরানো
ঘ. ছবি পাঠানো
৭৩। ট্রানজিশন মূলত কী?
ক. স্লাইড খ. ইফেক্ট
গ. Hand out ঘ. ভিডিও
৭৪। প্রেজেন্টেশনের কোন স্লাইডটিতে ট্রানজিশন কার্যকর হয়?
ক. প্রথম স্লাইডে
খ. যে Slideটি খোলা রেখে ট্রানজিশন প্রয়োগ করা হয়
গ. ছবি ব্যবহারের স্লাইডে
ঘ. যে Slide-এ কোনো Text যুক্ত থাকে না।
৭৫। Slide-এ ট্রানজিশন যুক্ত করার জন্য কোন মেন্যুতে যেতে হবে?
ক. Format খ. Window
গ. Design ঘ. Animations
৭৬। সব স্লাইডে একই ট্রানজিশন আরোপ করতে হলে কোন বোতাম Click করতে হবে?
ক. Apply খ. All
গ. Apply to All ঘ. All Transition Apply
৭৭। পাওয়ারপয়েন্টে Apply to All বোতামের অবস্থান কোন মেন্যুতে?
ক. Animations খ. Format
গ. Insert ঘ. Home
৭৮। একটি Slide-এ কয়টি Text বক্স লেখা থাকতে পারে?
ক. ২টি খ. ৫টি
গ. ১৫টি ঘ. একাধিক
৭৯। পাওয়ারপয়েন্টে কাস্টম ট্রানজিশনের তালিকার অন্তর্ভুক্ত?
ক. Alphabet খ. Fly in
গ. Moderate ঘ. Narrow
৮০। ভিন্ন ভিন্ন স্লাইডে ভিন্ন ভিন্ন শব্দ প্রয়োগ করার জন্য কী করতে হবে?
ক. Transition sound
খ. স্লাইডভেদে শব্দ প্রয়োগ করতে হবে
গ. Apply to one
ঘ. Transition speed
৮১। সাধারণত কোন Slide-এ ভিডিও যুক্ত করা হয়?
ক. শুরুর Slide-এ
খ. ছবির Slide-এ
গ. শেষ Slide-এ
ঘ. শব্দ যুক্ত Slide-এ
৮২। Movie অপশনটি কোন মেন্যুতে পাওয়া যায়?
ক. Review খ. Insert
গ. View ঘ. Slide layout
৮৩। স্লাইডে কোনো ভিডিও যুক্ত করতে চাইলে কোন কমান্ডে Click করতে হবে?
ক. Automatically খ. Transition sound
গ. Movie from file ঘ. Animations
৮৪। কি-বোর্ডের কোন বোতামে চাপ দিলে স্লাইড প্রদর্শিত হবে?
ক. F4 খ. F5 গ. F6 ঘ. F12
৮৫। স্লাইডে যুক্ত ভিডিও ফাইলটি কী আকারে দৃশ্যমান থাকে?
ক. থাম্বনেইল খ. আইকন
গ. বোতাম ঘ. টেক্সট
৮৬। এডোবি ফটোশপ কী?
ক. ছবি সম্পাদনার প্রোগ্রাম
খ. ক্যামেরা গ. স্ক্যানার
ঘ. ডেটাবেইস সফটওয়্যার
৮৭। কোনটি কম্পিউটারে ছবি সম্পাদনার প্রোগ্রাম?
ক. ফটোশপ খ. এক্সেস
গ. এক্সেল ঘ. ইলাস্ট্রেটর
৮৮। ফটোশপ ফাইলের বর্ধিত নাম কোনটি?
ক. .xls খ. .docx গ. .ppt ঘ. .jpg
৮৯। ফটোশপ প্রোগ্রামের নির্মাতা কে?
ক. স্টিভ জবস খ. জন ওয়ারনক
গ. মার্ক জাকারবার্গ ঘ. ম্যাক্সওয়েবার
৯০। ফটোশপ প্রোগ্রামের নতুন ফাইল তৈরি করার কমান্ড কোনটি?
ক. Open খ. Prepare গ. New ঘ. Publish
৯১। রেজ্যুলেশন কী?
ক. নির্দিষ্ট পরিমাণ কালার
খ. ছবি বড় হয়ে দৃশ্যমান হওয়া
গ. ছবি ফেটে যাওয়া
ঘ. নির্দিষ্ট এককে পিক্সেলের পরিমাণ
৯২। ফটোশপে কাজ করার জন্য কত প্রকার Tool রয়েছে?
ক. ৫৯ খ. ৬৯ গ. ৭৯ ঘ. ৮৯
৯৩। ফটোশপে ফাইলের মাপ নির্ধারণী একক হিসেবে সাধারণত কী থাকে?
ক. points খ. cm
গ. inches ঘ. pixel
৯৪। ছবির বর্গাকার ক্ষুদ্রতম একককে কী বলা হয়?
ক. ইঞ্চি খ. বর্গ
গ. পিক্সেল ঘ. সেন্টিমিটার
৯৫। ইঞ্চি প্রতি ৭২ পিক্সেল হলে এক বর্গ ইঞ্চিতে মোট পিক্সেলের পরিমাণ কত?
ক. ৫০৮০ খ. ৫১৮৪
গ. ৮১০০ ঘ. ১৬৯০০
৯৬। RGB হলো—
ক. Red Gradient Blue
খ. Red Green Bitmap
গ. Red Grayscale Blue
ঘ. Red Green Blue
৯৭। শিল্পীর ছবি আঁকার ক্যানভাসের সঙ্গে তুলনা করা যেতে পারে?
ক. ফটোশপ ব্যাকগ্রাউন্ড খ. কালার মোড
গ. প্যালেট ঘ. ডকুমেন্ট
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৫
৭২. খ ৭৩. খ ৭৪. খ ৭৫. ঘ ৭৬. গ ৭৭. ক ৭৮. ঘ ৭৯. খ ৮০. খ ৮১. ক ৮২. খ ৮৩. গ ৮৪. খ ৮৫. ক ৮৬. ক ৮৭. ক ৮৮. ঘ ৮৯. খ ৯০. গ ৯১. ঘ ৯২. খ ৯৩. ঘ ৯৪. গ ৯৫. খ ৯৬. ঘ ৯৭. ক
মাস্টার ট্রেইনার, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা