‘নতুন বছর ধামাকা অফার’ নিয়ে প্রথমা ডটকম

নতুন বছর উপলক্ষে নতুন এক ক্যাম্পেইন নিয়ে এসেছে বই বিক্রির অনলাইন সাইট প্রথমা ডটকম। ‘নতুন বছরে ধামাকা অফার’ শিরোনামের এ ক্যাম্পেইনে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড় দিচ্ছে তারা। এ বছরের ১ তারিখ থেকে শুরু হয়েছে ক্যাম্পেইনটি।

এ বিষয়ে প্রথমা ডটকম কর্তৃপক্ষ জানায়, ২০২১ সাল থেকে তারা নতুনভাবে যাত্রা শুরু করেছে। সর্বোচ্চ সেবা দেওয়ার মাধ্যমে আরও সহজে তারা পাঠকের দোরগোড়ায় বই পৌঁছে দিতে চায়। ছাড়ের বইগুলো সম্পর্কে তারা জানায়, একশ্রেণির পাঠক সারা বছর অপেক্ষা করে থাকেন ছাড়ের এ অফারের জন্য। সেই পাঠকদের কথা ভেবে ২০২২ সাল তারা শুরু করেছে এই অভাবনীয় অফার নিয়ে। এ ক্যাম্পেইনে রয়েছে রাজনীতি, অর্থনীতি, আত্মজীবনী, কথাসাহিত্য, কবিতাসহ নানা ধরনের আকর্ষণীয় বই।

স্টক থাকা সাপেক্ষে বইগুলো আগ্রহী পাঠকের কাছে পৌঁছে দেওয়া হবে।
দেশের যেকোনো প্রান্ত থেকে প্রথমা ডটকমে বই অর্ডার করলে সর্বোচ্চ ৪০ টাকা পর্যন্ত ডেলিভারি খরচ রাখা হয়। তবে ১ হাজার ৫০০ টাকার বেশি বই কিনলে কোনো ডেলিভারি চার্জ দিতে হয় না। ১৫ জানুয়ারি পর্যন্ত অফারটি চলবে।

প্রথমা প্রকাশনের বই ছাড়াও এ সাইটে পাঠক পাবেন দেশি–বিদেশি বিভিন্ন প্রকাশনীর বই। আগ্রহী পাঠক prothoma.com–এ গিয়ে অর্ডার করতে পারবেন। এ ছাড়া 01988337733 নম্বরে ফোন করে সরাসরি বই সংগ্রহ করতে পারবেন পাঠক।
বইগুলো কিনতে চাইলে ক্লিক করুন এই লিংকে: https://tinyurl.com/66xeztk8