প্রত্যয়
২১. অর্থহীনভাবে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?
ক. মিঠাই খ. লোনা
গ. লেজুড় ঘ. সাপুড়ে
২২. ‘মানব’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. মানু + ষ্ণ খ. মনু + ষ্ণ
গ. মনু + ষ্ণ্য ঘ. মনু + বতুপ
২৩. ‘সৌভাগ্য’ শব্দটির সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. সুভগ + ষ্ণ্য খ. সুভগ + ষ্ণ
গ. সৌভগ + ষ্ণ্য ঘ. সৌভগ + ষ্ণ
২৪. ‘সার্বভৌম’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. সর্বভূমি + ষ্ণ খ. সর্ব + ভৌম
গ. সার্বভূমি + ষ্ণ ঘ. সার্বভূমি + ষ্ণিক
২৫. ‘কাব্যিক’ শব্দটির প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. কবি + য খ. কাব্য + ষ্ণিক
গ. কবি + ইক ঘ. কাব্য + ইক
২৬. ‘নীলিমা’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. নীল + ইমা খ. নীল + ইমন
গ. নীল + ঈশন ঘ. নীল + মা
২৭. ‘মহিমা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. মহি + মা খ. মহা + ইমা
গ. মহা + ইমন ঘ. মহৎ + ইমন
২৮. ‘মেধাবী’-এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. মেধা + বিন্ খ. মেধা + ইন
গ. মেধ + বিন ঘ. মেধ + আবী
সঠিক উত্তর
প্রত্যয়: ২১.গ ২২.খ ২৩.ক ২৪.ক ২৫.খ ২৬.খ ২৭.ঘ ২৮.ক
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন