১. নিচের শব্দগুলোর অর্থ লেখো।
বনিয়াদি, বংশ, বলিষ্ঠ, ভীষণ, প্রকৃত, পরাধীন, জেদি।
উত্তর:
শব্দ ―――――――― অর্থ
বনিয়াদি――――――সুপ্রতিষ্ঠিত, প্রাচীন ও সম্ভ্রান্ত।
বংশ――――――――কুল, গোত্র।
বলিষ্ঠ―――――――অত্যন্ত বলযুক্ত, শক্তিমান, সবল।
ভীষণ―――――――ভয়াল, ভীতিপ্রদ, সাংঘাতিক।
প্রকৃত―――――――সত্য, আসল।
পরাধীন――――――অন্যের অধীন, পরের হুকুম মেনে চলা।
জেদি―――――――জেদ আছে এমন, রাগী।
২. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
ক. তিতুমীর কোথায় জন্মগ্রহণ করেন? তাঁর প্রকৃত নাম কী?
উত্তর: তিতুমীর ১৭৮২ সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম মীর নিসার আলী।
খ. তিতুমীর কোন বংশে জন্মগ্রহণ করেন? তাঁর শিশুকালের বৈশিষ্ট্য কেমন ছিল? তিনটি বাক্যে লেখো।
উত্তর: তিতুমীর বনিয়াদি সৈয়দ বংশে জন্মগ্রহণ করেন। শৈশবে তাঁর শরীরের গড়ন ছিল সুন্দর ও বলিষ্ঠ। তিনি ছিলেন খুব জেদি। শিশুকালে তাঁর একবার কঠিন অসুখ হয়েছিল।
গ. বাড়ির লোকজন কেন অবাক হয়? চারটি বাক্যে লেখো।
উত্তর: শিশুকালে তিতুমীরের একবার কঠিন অসুখ হয়। রোগ সারানোর জন্য তাঁকে ভীষণ তেতো ওষুধ দেওয়া হয়। তিনি সেই ওষুধ খুশিমনে খেয়ে নেন। এ কারণে বাড়ির লোকজন অবাক হয়।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
এই বিষয়ের প্রকাশিত পূর্বের পাঠ্যবই বহির্ভূত অনুচ্ছেদ | পরবর্তী পাঠ্যবই বহির্ভূত অনুচ্ছেদ