বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থী, আজ পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায়-৬ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। আন্তর্জাতিক পদ্ধতিতে তাপের একক কোনটি?
ক. জুল খ. ক্যালরি গ. কেলভিন ঘ. কিলোক্যালরি
২। এক ক্যালরি কত জুলের সমান?
ক. 4.2 খ. 2.4 গ. 0.42 ঘ. 0.24
৩। ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত?
ক. 0হ্নF খ. 32হ্নF গ. 100হ্নF ঘ. 273হ্নF
৪। কেলভিন স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত?
ক. 32K খ. 100K গ. 273K ঘ. 373K
৫। আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি?
ক. সেলসিয়াস খ. ফারেনহাইট গ. কেলভিন ঘ. ক্যালরি
৬। পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত?
ক. 73K খ. 173K গ. 273.16K ঘ. 373K
৭। একটি বস্তুর তাপমাত্রা 10হ্নC হলে কেলভিন স্কেলে তা কত হবে?
ক. 263K খ. 283K গ. 10K ঘ. 183K
৮। তাপ প্রয়োগে কোন ধরনের পদার্থের প্রসারণ সবচেয়ে বেশি হয়?
ক. কঠিন খ. তরল গ. গ্যাসীয় ঘ. কঠিন ও তরল
৯। নিচের কোনটি দৈর্ঘ্য প্রসারণ সহগের একক?
ক. K খ. M গ. M-1 ঘ. K-1
১০। ক্ষেত্র প্রসারণ সহগ আয়তন প্রসারণ সহগের কত গুণ?
১১। এক জুল = কত ক্যালরি?
ক. 4.2 খ. 0.24 গ. 24 ঘ. 0.42
১২। বাষ্পায়নের হার কোথায় সর্বাধিক?
ক. শূন্যস্থানে খ. বায়ুতে গ. মেরু অঞ্চলে ঘ. মরু অঞ্চলে
১৩। নিচের কোনটি আপেক্ষিক তাপের একক?
ক. JKg-1 খ. JK-1 গ. JKg-1K-1 ঘ. K-1
১৪। নিচের সম্পর্কগুলো লক্ষ করো:
i. C = mS ii. C = iii. S =
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii খ. i, ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫। 1g বিশুদ্ধ পানির তাপমাত্রা 1K বাড়াতে কত তাপের প্রয়োজন?
ক. 0.24J খ. 0.42J গ. 4.2J ঘ. 24J
১৬। নিচের কোনটির আপেক্ষিক তাপ কম?
ক. তামা খ. রুপা গ. সিসা ঘ. পানি
১৭। নিচের কোনটির কারণে দুই টুকরো বরফকে একত্রে চাপ দিলে লেগে যায়?
ক. গলন খ. কার্বনীভবন গ. ঘনীভবন ঘ. পুনঃশিলীভবন
১৮। বরফের আপেক্ষিক তাপ কত?
ক. 2100 Jkg-1k-1 খ. 4200 Jkg-1k-1
গ. 2000 Jkg-1k-1 ঘ. 400 Jkg-1k-1
১৯। কোনটিতে তাপীয় প্রসারণ কম?
ক. অক্সিজেন খ. পানি গ. হিলিয়াম ঘ. হাইড্রোজেন
২০। তাপমাত্রার পার্থক্য 10C হলে সেটি কিসের সমান হবে?
ক. 1F খ. 1C গ. 1K ঘ. 2F.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৬
১. ক ২. ক ৩. খ ৪. ঘ ৫. গ ৬. গ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. ক ১১. খ ১২. ক ১৩. গ ১৪. ঘ ১৫. গ ১৬. গ ১৭. ঘ ১৮. ক ১৯. খ ২০. গ।
সহকারী শিক্ষক
সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা