default-image

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান গোলাম মো. হাসিবুল আলম। এ বিষয়ে আজ রবিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
হাসিবুল আলম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকরাম-আল-হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন। আগামী ৩১ অক্টোবর থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন আকরাম-আল-হোসেন। আজই তাঁর পিআরএল মঞ্জুর করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দুলাল কৃষ্ণ সাহাকে সচিব পদে পদোন্নতি দিয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হাসিবুল এর আগে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। তিনি পটুয়াখালীর জেলা প্রশাসকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৯ সালে তিনি প্রশাসন ক্যাডারে যোগ দেন। তাঁর গ্রামের বাড়ি নীলফামারীতে।

মন্তব্য পড়ুন 0