default-image

অধ্যায় ৪

প্রশ্ন: ভেজা কাপড় যত দ্রুত সম্ভব শুকানো প্রয়োজন। কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। ঘরের ভেতর কীভাবে আমরা দ্রুত কাপড় শুকাতে পারি?

উত্তর: বায়ুপ্রবাহ ভেজা থেকে দ্রুত পানি সরিযে নিতে সাহায্য করে। ভেজা কাপড় দ্রুত শুকানো প্রয়োজন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় ঘরের ভেতর কাপড় শুকাতে হলে একটি দড়ি টানিয়ে কাপড় মেলে রেখে দিতে হবে । ঘরের দরজা-জানালা খুলে বায়ুপ্রবাহ বৃদ্ধি করতে হবে। ঘরে ইলেকট্রিক ফ্যান থাকলে তা ছেড়ে দিয়ে বায়ুপ্রবাহ বৃদ্ধি করলে ভেজা কাপড় দ্রুত শুকিয়ে যাবে।

প্রশ্ন: রিসাইকেল প্রক্রিয়া কীভাবে বায়ুদূষণ কমাতে পারে?

উত্তর: রিসাইকেল প্রক্রিয়া বলতে ব্যবহার করা বস্তুসমূহকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলাকে বোঝায় । আমরা দৈনন্দিন জীবনের প্রয়োজনে যেসব জিনিস ব্যবহার করি, যেমন প্লাস্টিক বাটি, মগ, বালতি ইত্যাদি যখন নষ্ট হয়, তখন এগুলোকে ফেলে দিই । যেখানে– সেখানে ফেলে রাখার ফলে মশা-মাছি তৈরি হয়, দুর্গন্ধ ছড়ায়, বৃষ্টির সময় পানি জমে দীর্ঘদিন ধুলাবালু ময়লা-আবর্জনা পড়ে দুর্গন্ধ সৃষ্টি করে এবং বায়ুদূষিত হয়। যদি এগুলোকে পুনর্ব্যবহারের উপযোগী করে তোলা যায়, সেটাকে রিসাইকেল বলে। এই রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে বায়ুদূষণ রোধ করা যায়।

প্রশ্ন: কী কী কারণে বায়ুদূষিত হয়? মানুষ কীভাবে বায়ুদূষণ করে?

উত্তর: বায়ুদূষণের কারণসমূহ নিচে উল্লেখ করা হলো—

১. কলকারখানা ও গাড়ির ধোঁয়া মিশে বায়ু দূষিত হয়।

২. রাসায়নিক পদার্থ মিশে বায়ু দূষিত হয়।

৩. ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত হয়।

৪. বিষাক্ত গ্যাস ও ধূলিকণা মিশে বায়ু দূষিত হয়।

মানুষ যেভাবে বায়ুদূষণ করছে—

১. জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে বিষাক্ত গ্যাস সৃষ্টির মাধ্যমে।

২. যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলে রেখে, মলমূত্র ত্যাগ করে বায়ুকে দূষিত করে।

৩. ময়লা-আবর্জনা পুড়িয়ে ধোঁয়া সৃষ্টির মাধ্যমে বায়ু দূষিত করে।

বিজ্ঞাপন

প্রশ্ন: বায়ুপ্রবাহকে আমরা কী কী কাজে ব্যবহার করতে পারি তা পাঁচটি বাক্যে লেখো।

উত্তর: বায়ুপ্রবাহকে আমরা যে যে কাজে ব্যবহার করতে পারি তা নিচে দেওয়া হলো—

১. বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উত্পাদনে বায়ুপ্রবাহকে ব্যবহার করতে পারি।

২. হাতপাখা বা বৈদ্যুতিক পাখার বায়ুপ্রবাহ ব্যবহার করে শরীর ঠান্ডা রাখতে পারি।

৩. বায়ুপ্রবাহ ব্যবহার করে পালতোলা নৌকা চালাতে পারি।

৪. বায়ুপ্রবাহের মাধ্যমে ভেজা কাপড় শুকাতে পারি।

৫. হেয়ার ড্রায়ারের বায়ুপ্রবাহ ব্যবহার করে ভেজা চুল শুকাতে পারি।

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন