ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
রমজান মাহমুদ, সহকারী শিক্ষক
সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা
১। নিচের কোনটির জন্য প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল?
ক. আলো খ. পানি গ. খাদ্য ঘ. বীজ
২। নিচের কোনটি জড় পরিবেশের উপাদান?
ক. মাটি খ. উদ্ভিদ গ. মাছ ঘ. পাখি
৩। তোমার এলাকার পরিবেশ সুন্দর রাখতে বন্ধুদের নিয়ে নিচের কোন কাজটি করবে?
ক. নিজ এলাকার বস্তি অন্যত্র স্থানান্তর
খ. প্রত্যেকের বাড়ির ফাঁকা স্থানে বৃক্ষরোপণ
গ. জলাশায় ভরাট করে গৃহহীনদের জন্য গৃহনির্মাণ
ঘ. গ্রামকে পরিচ্ছন্ন রাখার জন্য আবর্জনা নদীতে ফেলা
৪। নিচের কোনটি সঠিক খাদ্যশৃঙ্খল?
ক. ঘাসফড়িংতৃণজাতীয় উদ্ভিদসাপব্যাঙ
খ. ব্যাঙঘাসফড়িংতৃণজাতীয় উদ্ভিদসাপ
গ. ব্যাঙঘাসফড়িংতৃণজাতীয় উদ্ভিদসাপ
ঘ. তৃণজাতীয় উদ্ভিদঘাসফড়িংব্যাঙসাপ
৫। সিমি বিজ্ঞান বইয়ে জীব ও জড়ের পার্থক্য সম্পর্কে জানল। সিমির জানা জড় উপাদান কোনটি?
ক. মানুষ, পানি খ. পাখি, বায়ু
গ. বায়ু, মাটি ঘ. গাছপালা, গাড়ি
৬। বায়ুর কোন দুটি উপাদানের জন্য প্রধানত উদ্ভিদ ও প্রাণী একে অপরের ওপর নির্ভরশীল?
ক. নাইট্রোজেন ও অক্সিজেন
খ. অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড
গ. অক্সিজেন ও হাইড্রোজেন
ঘ. নাইট্রোজেন ও কার্বন ডাই-অক্সাইড
৭। নির্বিচারে গাছ কাটার ফলে পরিবেশ বিপন্ন হচ্ছে, এ সমস্যা সমাধানে তুমি কী করবে?
ক. গাছ কাটা সম্পূর্ণ বন্ধ করবে
খ. কাঠের আসবাব বর্জন করবে
গ. রান্নার কাজে কাঠের ব্যবহার বন্ধ করবে
ঘ. বৃক্ষ রোপণের জন্য জনগণকে সচেতন করবে
৮। উচ্চ শব্দে গান বাজালে কোন দূষণ ঘটে?
ক. পানিদূষণ খ. মাটিদূষণ
গ. শব্দদূষণ ঘ. বায়ুদূষণ
৯। নিচের কোনটি পরিবেশদূষণের প্রধান কারণ?
ক. পশু খ. পাখি গ. উদ্ভিদ ঘ. মানুষ
১০। পানিদূষণের জন্য নিচের কোন কারণগুলো দায়ী?
ক. সার, কীটনাশক ও রাসায়নিক পদার্থ
খ. পশু, পাখি ও ইটভাটার কালো ধোঁয়া
গ. সিগারেটের ধোঁয়া, শিল্পপ্রতিষ্ঠান ও কয়লা
ঘ. মলমূত্র, গৃহপালিত পশু ও ইটভাটা
১১। পুকুর বা নদীর পানি পানের জন্য পুরোপুরি নিরাপদ হয়—
ক. থিতালে খ. ফুটিয়ে নিলে
গ. অল্প ফিটকিরি মেশালে
ঘ. ফোটানোর পর ছেঁকে নিলে
১২। নিজের কোনটি পানিচক্রের প্রবাহ চিত্র?
ক. পানিবরফবাষ্পবৃষ্টি
খ. পানিবৃষ্টিবাষ্পবরফ
গ. পানিবাষ্পমেঘবৃষ্টি
ঘ. পানিমেঘবাষ্পবৃষ্টি
১৩। তোমার এলাকায় কলেরা ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর প্রধান কারণ কী?
ক. দূষিত বায়ু খ. দূষিত পানি
গ. আর্সেনিকযুক্ত পানি ঘ. বাসি খাবার
১৪। বায়ুচাপ খুব কমে গেলে কী হয়?
ক. ঝড় খ. বৃষ্টি গ. তাপপ্রবাহ ঘ. শৈত্যপ্রবাহ
১৫। একটি গ্রামে খাওয়ার পানির জন্য শুধু নদী ও পুকুরের পানি আছে। এ অবস্থায় তুমি কীভাবে পানি পান করবে?
ক. ২০ মিনিট ফুটিয়ে ঠান্ডা করে পান করব
খ. ১০ মিনিট ফুটিয়ে ঠান্ডা করে পান করব
গ. ১০ মিনিট ফিল্টার করে পান করব
ঘ. ২০ মিনিট সূর্যের আলোতে রেখে পান করব
১৬। গ্রীষ্মের ছুটির পর তুমি বিদ্যালয়ে গিয়ে দেখলে বাগানের চারাগাছগুলো শুকিয়ে মারা গেছে। এ অবস্থায় নতুন চারাগাছ রোপণ করে তোমার করণীয় কী হবে?
ক. নিয়মিত সার প্রয়োগ করব
খ. আগাছা পরিষ্কার করব
গ. নিড়ানি দেব ঘ. নিয়মিত পানি দেব
১৭। তোমার এলাকায় ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব প্রায়ই দেখা যায়। এমন পরিস্থিতিতে তুমি তোমার এলাকাবাসীকে নিয়ে কী করবে?
ক. আর্সেনিকের দূষণ সম্পর্কে সচেতন করব
খ. বেশি বেশি গাছ রোপণ করতে বলব
গ. প্রতিকারের জন্য ডাক্তারের কাছে যেতে বলব
ঘ. পানিদূষণের কারণ ও ফলাফল জানাব
১৮। ইটের ভাটায় ইট পোড়ালে বায়ুতে কোনটি বাড়ে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. নিয়ন ও আর্গন ঘ. কার্বন ডাই-অক্সাইড
১৯। জ্বালানি পোড়ালে বায়ুতে কোনটি বাড়ে?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন ঘ. নিয়ন
২০। চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার
করা হয়?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন ঘ. জলীয় বাষ্প
২১। উঁচু পর্বতে উঠতে গেলে সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যেতে হয়?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন ঘ. কার্বন মনোক্সাইড
২২। বায়ুদূষণের ফলে নিচের কোন রোগটি হয়?
ক. মস্তিষ্ক ধ্বংস খ. ফুসফুসের রোগ
গ. চোখের রোগ ঘ. চর্মরোগ
২৩। পালতোলা নৌকা অধিকতর জোরে চলে, কারণ এতে—
ক. বায়ুপ্রবাহের শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়
খ. সূর্যের আলোকশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়
গ. বায়ুপ্রবাহের শক্তি বিদ্যুত্শক্তিতে রূপান্তরিত হয়
ঘ. বায়ুপ্রবাহের কারণে পানিতে স্রোতের সৃষ্টি হয়
২৪। কাঠ পুড়িয়ে রান্নার সময় শক্তির কোন রূপান্তরটি ঘটে?
ক. রাসায়নিক শক্তিতাপশক্তি
খ. আলোকশক্তিরাসায়নিক শক্তি
গ. তাপশক্তিগতিশক্তি
ঘ. গতিশক্তিবিদ্যুত্শক্তি
২৫। কাপ্তাই জলবিদ্যুেকন্দ্রে পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুত্ উত্পন্ন করা হয়। এখানে কীভাবে শক্তির রূপান্তর ঘটছে?
ক. তাপশক্তি বিদ্যুত্শক্তিতে
খ. বিদ্যুত্শক্তি গতিশক্তিতে
গ. গতিশক্তি বিদ্যুত্শক্তিতে
ঘ. বিদ্যুত্শক্তি আলোকশক্তিতে
২৬। গ্যাসের চুলা জ্বালিয়ে কাপড় শুকানো হচ্ছে। এখানে শক্তি ব্যবহারের ক্ষেত্রে কোন মন্তব্যটি সঠিক?
ক. নবায়ন হবে খ. শেষ হবে
গ. অপচয় হবে ঘ. যথাযথ ব্যবহার হবে
২৭। তাপ সঞ্চালনের পদ্ধতি কয়টি?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
২৮। শক্তির প্রধান উত্স কোনটি?
ক. চন্দ্র খ. সূর্য গ. মানুষ ঘ. বিদ্যুত্
২৯। খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে—
ক. দাঁত অকার্যকর হয়
খ. বাচ্চারা স্থূল দেহধারী হয়
গ. লিভার ও কিডনি অকার্যকর হয়
ঘ. শিশুরা শুকিয়ে যায়
৩০। জাঙ্ক ফুড গ্রহণে মানবদেহে কী ঘটতে পারে?
ক. শরীরের দ্রুত বৃদ্ধি ঘটবে
খ. সুস্থ ও সবল দেহ গঠিত হবে
গ. বিভিন্ন ধরনের অসুখ-বিসুখ হতে পারে
ঘ. রোগব্যাধি প্রতিরোধক্ষমতা বেড়ে যাবে
৩১। নিচের কোনটি জাঙ্ক ফুড?
ক. আলুর ভর্তা খ. রুটি গ. চিপস ঘ. পরোটা
৩২। চাঁদ কী?
ক. একটি নক্ষত্র খ. একটি গ্রহ
গ. একটি উপগ্রহ ঘ. একটি গ্রহাণু
৩৩। রিমি শরতের রাতে অসংখ্য তারা বা নক্ষত্র দেখতে পেল। কোন যন্ত্রের সাহায্যে এগুলো স্পষ্ট দেখা যাবে?
ক. অণুবীক্ষণ যন্ত্র খ. দূরবীক্ষণ যন্ত্র
গ. রিখটার স্কেল ঘ. ক্যামেরা
৩৪। পৃথিবীতে দিন ও রাত্রি হয়, যখন—
ক. পৃথিবী নিজ অক্ষের ওপর ঘোরে
খ. পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে
গ. চাঁদ নিজের অক্ষের ওপর ঘোরে
ঘ. চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে
৩৫। কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে জমির কী হয়?
ক. ক্ষয়রোধ হয় খ. লবণাক্ততা বাড়ে
গ. উত্পাদনক্ষমতা কমে ঘ. উর্বরতা বজায় থাকে
৩৬। প্রযুক্তির উদ্ভাবনে কোনটি প্রয়োজন?
ক. আর্থিক সামর্থ্য খ. দৈহিক সামর্থ্য
গ. বংশগত পরিচয় ঘ. বিজ্ঞানের জ্ঞান
৩৭। বর্ষাকালে কেন বেশি বৃষ্টি হয়?
ক. বায়ুর তাপমাত্রা বেশি বলে
খ. বায়ুর চাপ বেশি বলে
গ. বায়ুতে জলীয় বাষ্প বেশি বলে ঘ. বায়ু শুষ্ক বলে
৩৮। বায়ুর তাপমাত্রা দিয়ে কী প্রকাশ করা হয়?
ক. কতটা গরম বা ঠান্ডা খ. বায়ু ঘন না হালকা
গ. জলীয় বাষ্প কম না বেশি ঘ. রোদ কম না বেশি
৩৯। কখন বৃষ্টি হতে পারে, যখন বায়ু—
ক. ঠান্ডা থাকে খ. গরম ও আর্দ্র থাকে
গ. স্বাভাবিক তাপমাত্রায় ও শীতল থাকে
ঘ. উষ্ণ ও শুষ্ক থাকে
৪০। সবচেয়ে আধুনিক প্রযুক্তি হলো—
ক. কৃষিপ্রযুক্তি খ. যাতায়াত প্রযুক্তি
গ. তথ্যপ্রযুক্তি ঘ. গৃহনির্মাণ প্রযুক্তি
৪১। বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, তাকে বলা হয়—
ক. বৃষ্টি খ. আর্দ্রতা গ. বায়ুর চাপ ঘ. কুয়াশা
৪২। পানির কয়টি অবস্থা রয়েছে?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি
৪৩। বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবীর কী পরিবর্তন হতে যাচ্ছে?
ক. জলবায়ু খ. পানি গ. তেল ঘ. গ্যাস
৪৪। উঁচু পর্বতের চূড়ায় পানি কীরূপে থাকে?
ক. পানি খ. জলীয় বাষ্প গ. শিশির ঘ. বরফ
৪৫। জনসংখ্যার ঘনত্ব বলতে কী বোঝায়?
ক. প্রতি একক জায়গায় লোকসংখ্যা
খ. প্রত্যেক মানুষের জন্য ভূমির পরিমাণ
গ. প্রতি একক ক্ষেত্রফলে মানুষের ওজন
ঘ. প্রত্যেক মানুষের ওজনের জন্য ভূমির পরিমাণ
৪৬। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কী?
ক. হিমালয় পর্বত থেকে প্রচুর ঠান্ডা বায়ুর আগমন
খ. প্রচুর ঝড় ও বন্যা
গ. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি
ঘ. বৃষ্টির অভাব
৪৭। নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ?
ক. বালু খ. কাগজ গ. কাচ ঘ. খেলনা
৪৮। কোনটি অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ?
ক. বায়ু খ. কাঠ গ. তেল ঘ. পানি
৪৯। আদমশুমারি হয়—
ক. প্রতি ১০ বছর পর খ. প্রতি ১২ বছর পর
গ. প্রতি ১৫ বছর পর ঘ. প্রতি ১৭ বছর পর
৫০। কোন গাড়ি বিদ্যুত্ ও তেল ব্যবহার করে চলতে পারে?
ক. হাইব্রিড গাড়ি খ. নাভানা গাড়ি
গ. লেক্সাস গাড়ি ঘ. বিএমডব্লিউ গাড়ি
৫১। নিচের কোন দুটি কৃত্রিম সম্পদ?
ক. কাগজ ও প্লাস্টিক খ. মাটি ও পানি
গ. প্রাকৃতিক গ্যাস ও কয়লা
ঘ. চুনাপাথর ও সূর্যরশ্মি
৫২। উদ্ভিদের দেহে কত ভাগ পানি থাকে?
ক. ৫০ খ. ৬০ গ. ৭০ ঘ. ৯০
৫৩। মানবদেহের শতকরা কত ভাগ পানি?
ক. ২০-৩০ খ. ৩০-৪০ গ. ৪০-৫০ ঘ. ৬০-৭০
৫৪। খাদ্য পরিপাকের জন্য মাধ্যম হিসেবে কাজ করে কোনটি?
ক. পানি খ. বায়ু গ. তাপ ঘ. ওষুধ
৫৫। কৃষিক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে কোনটি দূষিত হয়?
ক. বায়ু খ. পানি গ. মাটি ঘ. শব্দ
৫৬। শক্তির প্রধান উত্স কোনটি?
ক. চন্দ্র খ. সূর্য গ. মানুষ ঘ. বিদ্যুত্
৫৭। কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে কী বলে?
ক. শক্তি খ, ক্ষমতা গ. বল ঘ. চাপ
৫৮। বায়ুদূষণ থেকে রক্ষা পাওয়ার অন্যতম উপায় হতে পারে কোনটি?
ক. বনভূমি রক্ষা করা খ. ধূমপান করা
গ. অনুন্নত চুলা ব্যবহার করা
ঘ. ইটের ভাটা তৈরি করা
৫৯। মাটির উর্বরতা নষ্ট করে কোনটি?
ক. কৃষিকাজে সার ও কীটনাশক ব্যবহার
খ. জৈব সারের ব্যবহার
গ. সেচযন্ত্র ব্যবহার ঘ. লাঙল ব্যবহার
৬০। মিজান একই জাতীয় ও অতিরিক্ত খাবার খায়। এ কারণে তার কী হবে?
ক. দেহ পাতলা হবে খ. দেহ শুকিয়ে যাবে
গ. দেহ সবল হবে ঘ. দেহ ভারী হবে
৬১। খাদ্যের অপচয় রোধ করা হয় কেন।
ক. খাদ্য সংরক্ষণ খ. খাদ্য উত্পাদন
গ. খাদ্য চাষাবাস
ঘ. শীতকালীন শস্য বেশি উত্পাদন
৬২। খাদ্য সংরক্ষণের ফলে কী হয়?
ক. খাদ্যের উত্পাদন কমে যায়
খ. খাদ্য পচে নষ্ট হয়ে যায়
গ. বিভিন্ন মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়
ঘ. খাদ্যের দাম কমে যায়
৬৩। নতুন কিছু উত্পাদনে জীবের ব্যবহার করাকে কী বলে?
ক. যান্ত্রিক প্রযুক্তি খ. রাসায়নিক প্রযুক্তি
গ. জৈব প্রযুক্তি
ঘ. চিকিত্সা প্রযুক্তি
৬৪। ঋতুর পরিবর্তন হয় কোনটির জন্য?
ক. আহ্নিক গতি
খ. বার্ষিক গতি
গ. সৌরজগত্
ঘ. মহাবিশ্ব
৬৫। বিজ্ঞানের মূল কাজ কোনটি?
ক. নতুন নতুন যন্ত্র উদ্ভাবন করা
খ. প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা ও বর্ণনা করা
গ. বাস্তব সমস্যার সমাধান করা
ঘ. জীবনমান উন্নত করা
৬৬। জয়বায়ু বলতে কী বোঝায়?
ক. আবহাওয়ার সাময়িক অবস্থা
খ. বৃষ্টিপাতের সাময়িক অবস্থা
গ. বহু বছরের তাপমাত্রার অবস্থা
ঘ. আবহাওয়ার বহু বছরের সামগ্রিক অবস্থা
৬৭। বায়ু প্রবাহিত হওয়ার কারণ কী?
ক. বায়ুচাপের পার্থক্য খ. পৃথিবীর আবর্তন
গ. তাপপ্রবাহ ঘ. মাধ্যাকর্ষণ শক্তি
৬৮। ভারত মহাসাগরে উত্পন্ন ঘূর্ণিঝড়কে কী বলে?
ক. সাইক্লোন খ. টাইফুন
গ. টর্নেডো ঘ. হারিকেন
৬৯। বায়ুর তাপমাত্রা দিয়ে কী প্রকাশ করা হয়?
ক. কতটা গরম বা ঠান্ডা
খ. বায়ু ঘন না হালকা গ. জলীয় বাষ্প কম না বেশি ঘ. রোদ কম না বেশি
৭০। বৃষ্টি হতে পারে, যখন বায়ু—
ক. ঠান্ডা থাকে খ. গরম ও আর্দ্র থাকে
গ. স্বাভাবিক তাপমাত্রায় ও শীতল থাকে
ঘ. উষ্ণ ও শুষ্ক থাকে
৭১। কিসের মাধ্যমে তথ্য সংগ্রহ করা অনেক সহজ?
ক. ইন্টারনেট খ. মোবাইল ফোন
গ. ইয়াহু ঘ. চিঠিপত্র
৭২। এসএমএস কী?
ক. খুদে বার্তা খ. সাহায্যকারী বার্তা
গ. কোড নম্বর ঘ. মোবাইল ফোনে তথ্য পাঠানো
৭৩। তথ্য আমাদের কীভাবে সাহায্য করে?
ক. নতুন কিছু শিখতে
খ. পারস্পরিক সম্পর্ক তৈরি করতে
গ. সচেতন হতে ঘ. অর্থ উপার্জনে
৭৪। তুমি প্রতিদিন ছাদে গিয়ে ঘুড়ি ওড়াও। এতে কোন শক্তি ব্যবহূত হয়?
ক. আলোকশক্তি খ. সৌরশক্তি
গ. বিদ্যুত্শক্তি ঘ. বায়ুশক্তি
৭৫। সম্পদ বলতে কী বোঝো?
ক. যা মানুষ ব্যবহার করে উপকৃত হয়
খ. যা মানুষ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয়
গ. যা পরিবেশ দূষিত করে
ঘ. যা পরিবেশে অফুরন্ত
৭৬। সূর্য থেকে শক্তি পাওয়ার জন্য নিচের কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয়?
ক. সৌর প্যানেল খ. টারবাইন
গ. বাঁধ ঘ. বৈদ্যুতিক পাখা
৭৭। নবায়নযোগ্য সম্পদের বৈশিষ্ট্য বিদ্যমান কোনটিতে?
ক. প্রাকৃতিক গ্যাস খ. কয়লা
গ. পানির স্রোত ঘ. প্লাস্টিক
৭৮। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায় কোনটি?
ক. শক্তির ব্যবহার বাড়ানো
খ. একবারের বেশি ব্যবহার না করা
গ. বস্তুর পুনর্ব্যবহার করা
ঘ. ত্রুটিপূর্ণ গাড়ি চালানো
৭৯। জীবাশ্ম জ্বালানি কোন ধরনের সম্পদ?
ক. প্রাকৃতিক খ. মানবসৃষ্ট
গ. নবায়নযোগ্য ঘ. অফুরন্ত
৮০। তাপমাত্রা পর্যবেক্ষণ ছাড়া আর কীভাবে বৈশ্বিক উষ্ণায়নের বিষয়টি নিশ্চিত হতে পারি? ক. পর্বতে হিমবাহ গলনের হার দেখে
খ. সমুদ্রস্রোতের গতি দেখে
গ. সূর্যের গতিপথ দেখে
ঘ. মেঘমালার অবস্থা দেখে।