সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থীরা, প্রাথমিক বিজ্ঞান অধ্যায়-১ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
# সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
প্রশ্ন: পরিবেশের ওপর জীবের নির্ভরশীলতার দুইটি উদাহরণ দাও।
উত্তর: জীব বিভিন্ন কারণে পরিবেশের ওপর নির্ভরশীল যেমন—
ক. জীব বায়ু ছাড়া বাঁচতে পারে না।
খ. জীব অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী পানি ছাড়াও বাঁচতে পারে না। বায়ু ও পানি এ দুটো পরিবেশের উপাদান। পরিবেশে আরও অনেক উপাদান আছে, যেগুলোর ওপরও কোনো না কোনোভাবে জীব নির্ভরশীল।
প্রশ্ন: তিনটি গুল্ম উদ্ভিদের নাম লেখো।
উত্তর: তিনটি গুল্ম উদ্ভিদের নাম হলো—
১. লেবুগাছ, ২. গোলাপগাছ ৩. কামিনীগাছ।
প্রশ্ন: অপুষ্পক ও সপুষ্পক উদ্ভিদের পার্থক্য লেখো।
উত্তর: অপুষ্পক ও সপুষ্পক উদ্ভিদের পার্থক্য নিচের ছকে দেওয়া হলো:
অপুষ্পক উদ্ভিদ
১। অপুষ্পক উদ্ভিদে ফুল ও ফল হয় না।
২। এ ধরনের উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতা নেই।
৩। অপুষ্পক উদ্ভিদ সাধারণত নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না।
৪। এসব উদ্ভিদের মূল মাটির গভীরে যায় না।
৫। অপুষ্পক উদ্ভিদ আকার-আকৃতিতে ছোট ও নরম।
সপুষ্পক উদ্ভিদ
১। সপুষ্পক উদ্ভিদের ফুল ও ফল হয়।
২। এ ধরনের উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতা আছে।
৩। সপুষ্টক উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে।
৪। এসব উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে প্রবেশ করে।
৫। সপুষ্পক উদ্ভিদ আকার-আকৃতিতে বড় ও শক্ত।
# বাকি অংশ ছাপা হবে আগামী রোববার
প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা