ফিন্যান্স ও ব্যাংকিং | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৯

১৪. কোন নীতির ব্যর্থতার কারণে মক্কেলের আস্থা বিনষ্ট হয়?

ক. গোপনীয়তার নীতি

খ. কর্মদক্ষতার নীতি

গ. ঋণদানের নীতি

ঘ. প্রচারের নীতি

১৫. বাংলাদেশে কোন ব্যাংক ব্যবস্থার প্রচলন নেই?

ক. বিনিয়োগ ব্যাংক

খ. একক ব্যাংক

গ. শিল্প ব্যাংক

ঘ. আঞ্চলিক ব্যাংক

১৬. চেইন ব্যাংকের মুখ্য উদ্দেশ্য কী?

ক. মুনাফা অর্জন

খ. সামাজিক উন্নয়ন

গ. পারস্পারিক উন্নতি সাধন

ঘ. সেবা দান

১৭. হোল্ডিং কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় কোন ব্যাংক ব্যবস্থাতে?

ক. গ্রুপ ব্যাংক খ. চেইন ব্যাংক

গ. শাখা ব্যাংক ঘ. শিল্প ব্যাংক

১৮. একটি দেশের সব ব্যাংকের মুরব্বি, পরিচালক ও নিয়ন্ত্রক হিসেবে কোন ব্যাংক কাজ করে?

ক. বাণিজ্যিক ব্যাংক

খ. বিনিয়োগ ব্যাংক

গ. শিল্প ব্যাংক

ঘ. কেন্দ্রীয় ব্যাংক

১৯. কোনটি একটি সুনির্দিষ্ট বিশেষায়িত ব্যাংক?

ক. গ্রামীণ ব্যাংক খ. দেশীয় ব্যাংক

গ. মিশ্র ব্যাংক ঘ. বিনিয়োগ ব্যাংক

২০. কোন দেশে একক ব্যাংকের প্রচলন দেখা যায়?

ক. ভারত খ. যুক্তরাষ্ট্র

গ. যুক্তরাজ্য ঘ. শ্রীলঙ্কা

২১. জনতা ব্যাংক লিমিটেড কোন ধরনের ব্যাংকিং প্রতিষ্ঠান?

ক. শাখা ব্যাংক খ. চেইন ব্যাংক

গ. গ্রুপ ব্যাংক ঘ. জাতীয় ব্যাংক

সঠিক উত্তর

অধ্যায় ৯: ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. ঘ ১৯. ক ২০. খ ২১. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষক
সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা