ফিন্যান্স ও ব্যাংকিং | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৯

২২. গ্রুপ ব্যাংকিং ব্যবস্থায় ব্যবসায় পরিচালনার দায়িত্ব কার?

ক. কেন্দ্রীয় ব্যাংকের

খ. হোল্ডিং কোম্পানির

গ. সরকারের

ঘ. সাবসিডিয়ারি কোম্পানির

২৩. কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য কী?

ক. মুনাফা অর্জন

খ. সামাজিক উন্নয়ন

গ. মুদ্রা বাজার সুসংগঠিত আকারে পরিচালন

ঘ. ঋণ নিয়ন্ত্রণ

২৪. একটি গ্রুপ অব কোম্পানি বাজারে নতুন শেয়ার ছেড়েছে। এ ক্ষেত্রে বিনিয়োগ ব্যাংক কী হিসাবে কাজ করবে?

ক. লেখক

খ. ড্রাফটার

গ. আন্ডারড্রাফটার

ঘ. অবলেখক

২৫. কোনটি বাংলাদেশে যৌথ মালিকানাধীন ব্যাংক?

ক. যমুনা ব্যাংক

খ. অগ্রণী ব্যাংক

গ. কৃষি উন্নয়ন ব্যাংক

ঘ. কমার্স ব্যাংক

২৬. ঋণদান, নোট ইস্যু এগুলো ব্যাংকের কোন ধরনের নীতি?

ক. সেবার নীতি

খ. বিশেষায়নের নীতি

গ. বিনিয়োগ নীতি

ঘ. উদ্দেশ্যের নীতি

২৭. কাঠামো ভিত্তিক ব্যাংক কয়টি?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৬

সঠিক উত্তর

অধ্যায় ৯: ২২. খ ২৩. গ ২৪. ঘ ২৫. ঘ ২৬. খ ২৭. গ

নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষক
সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

বাকি অংশ ছাপা হবে আগামীকাল