ফিন্যান্স ও ব্যাংকিং

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

নিচের উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

করিম একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি মাসিক ১০% সুদে ২০০০ টাকা ২ বছরের জন্য ব্যাংকে জমা করেন।

৩৪। অনুচ্ছেদ অনুযায়ী m-এর মান কত হবে?

ক. ৬ খ. ১২ গ. ১৮ ঘ. ২৪

৩৫। করিম ২ বছর পর ব্যাংক থেকে কত টাকা পাবেন?

ক. ২৩৫০ টাকা খ. ২৪০০ টাকা

গ. ২৪৪০ টাকা ঘ. ২৪৮০ টাকা

৩৬। কিসের কারণে বর্তমান ও ভবিষ্যত্ সময়ের মধ্যে অর্থের মূল্যের পার্থক্য ঘটে?

ক. পরিবর্তনশীলতা খ. সুদের হার

গ. ধ্রুবক ঘ. বাট্টার হার

৩৭। অর্থ বিনিয়োগ না করলে কোনটি সৃষ্টি হয়?

ক. সুযোগ ব্যয় খ. পরিচালন ব্যয়

গ. কারবারি ব্যয় ঘ. বিনিয়োগ ব্যয়

৩৮। অর্থায়ন সিদ্ধান্ত গ্রহণে সহজ এবং মোটামুটি সঠিক পদ্ধতির নাম কী?

ক. রুল-৭৫ খ. রুল-৭২

গ. রুল-৬৫ ঘ. রুল-৬২

৩৯। ভবিষ্যত্ মূল্য নির্ধারণের জন্য ব্যবহূত পদ্ধতিকে কী বলা হয়?

ক. সুদ প্রক্রিয়া খ. বাট্টাকরণ

গ. মেয়াদি প্রক্রিয়া

ঘ. চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি

৪০। FV-এর পূর্ণ রূপ কী?

ক. Foreign Value খ. Future Falue

গ. Fiscal Value ঘ. Full Value

৪১। সুদ-আসলের ওপর যে সুদ প্রদান করা হয় তাকে কী বলা হয়?

ক. আসল সুদ খ. মূল সুদ

গ. সরল সুদ ঘ. চক্রবৃদ্ধি সুদ

৪২। বাট্টাকরণ প্রক্রিয়া বলতে বোঝায়—

i. বাট্টার পরিমাণ নির্ধারণ

ii. অর্থের বর্তমান মূল্য নির্ধারণ

iii. সুদাসলকে সুদের হার দ্বারা ভাগ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৩। বছরে চক্রবৃদ্ধির সংখ্যা কী দ্বারা প্রকাশ করা হয়?

ক. n খ. i গ. m ঘ. DC

৪৪। সাপ্তাহিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে m-এর মান কত?

ক. ৭ খ. ১২ গ. ২৪ ঘ. ৫২

নিচের উদ্দীপকটি পড়ে ৪৫ ও ৪৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মোজাম্মেল সাহেব ৫২,০০০ টাকা ১০ বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। সাউথইস্ট ব্যাংকে ওই টাকা জমা রাখলে তিনি ১০% হারে সুদ পাবেন। অন্যদিকে প্রাইম ব্যাংকে ওই টাকা জমা রাখলে তাকে মাসিক চক্রবৃদ্ধিতে ১২% হারে সুদ দেওয়া হবে।

৪৫। সাউথইস্ট ব্যাংকে টাকা জমা রাখলে  মোজাম্মেল সাহেব কত টাকা পাবেন?

ক. ১,৩৪,৮৭৪ টাকা

খ. ১,৫৮,৮১১ টাকা

গ. ১,২৪,২৮২ টাকা

ঘ. ১,২৬,৫৭৪ টাকা

৪৬। প্রাইম ব্যাংকে ওই টাকা জমা রাখলে মোজাম্মেল সাহেব কত টাকা পাবেন?

ক. ১,৬৫,২৫০ টাকা খ. ১,৭১,৬২০ টাকা

গ. ১,৭৫,২৫৩ টাকা ঘ. ১,৮০,০০৮ টাকা

৪৭। প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটার আশঙ্কাকে কী বলে?

ক. অনিশ্চয়তা খ. প্রত্যাশিত ঘটনা

গ. ঝুঁকি ঘ. অস্বাভাবিক

৪৮। অনিশ্চয়তা কোন কালের ঘটনা?

ক. অতীত খ. বর্তমান

গ. ভবিষ্যত্ ঘ. পূর্বকাল

৪৯। কোনটি থেকে ঝুঁকির উদ্ভব?

ক. নিশ্চয়তা খ. অনিশ্চয়তা

গ. অর্থ ঘ. ব্যবসায়

৫০। যেকোনো কোম্পানির সার্বিক উদ্দেশ্যসাধনে—

i. ঝুঁকির প্রভাব রয়েছে

ii. গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রভাব রয়েছে

iii. পরিকল্পনার প্রভাব রয়েছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫১। ব্যবসায়িক কার্যক্রম থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনে কোনোরূপ অনিশ্চয়তা দেখা দিলে তাকে কী বলে?

ক. আর্থিক ঝুঁকি খ. মৌলিক ঝুঁকি

গ. ব্যবসায়িক ঝুঁকি ঘ. ফাটকা ঝুঁকি

৫২। ঝুঁকি ব্যবস্থাপনার জন্য কী খুঁজে বের করা জরুরি?

ক. ঝুঁকির উত্স ও শ্রেণি খ. ঝুঁকির কারণ

গ. ঝুঁকির তীব্রতা ঘ. ঝুঁকির মেয়াদ

৫৩। কোনো কোম্পানির পরিচালন খরচ মেটানোর সক্ষমতা নির্ভর করে—

i. বিক্রয় থেকে আয় স্থিতিশীলতার ওপর

ii. পরিচালন খরচের মিশ্রণের ওপর

iii. স্থায়ী ও চলতি খরচের অনুপাতের ওপর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৪। ব্যবসাপ্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি কত প্রকার?

ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫

৫৫। পরিকল্পনা অনুযায়ী সম্ভাব্য ঘটনার বিচার-বিশ্লেষণ করে ব্যবস্থা নিলে কী থেকে বাঁচা যায়?

ক. অপ্রত্যাশিত ক্ষতি খ. অনিশ্চয়তা

গ. অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘ. ক ও গ

৫৬। ঋণ মূলধন ব্যবহার করলে যেসব দায় উদ্ভব হয় তা হলো—

i. সুদ ii. আসল সুদ iii. মুনাফা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক

মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

উত্তর

ফিন্যান্স ও ব্যাংকিং

৩৪.খ ৩৫.গ ৩৬. খ ৩৭. ক ৩৮. খ ৩৯.ঘ ৪০.খ ৪১. ঘ ৪২.গ ৪৩. গ ৪৪. ঘ ৪৫. ক ৪৬. খ ৪৭.গ ৪৮. গ ৪৯. খ ৫০. ঘ ৫১. গ ৫২. ক ৫৩. ঘ ৫৪. ক ৫৫. ঘ ৫৬. ক