এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস : ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ১
১২. ‘অর্থ ব্যবস্থাপনাসংক্রান্ত কলা ও বিজ্ঞান হলো অর্থায়ন’—কে বলেছেন?
ক. জর্জ আর টেরি
খ. ভ্যান হর্ন
গ. এল জে গিটম্যান
ঘ. উইলিয়াম শার্প
১৩. অর্থায়নের পরিধি মূলত কয়টি দিকে বিস্তৃত?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
১৪. চূড়ান্ত বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিচের কোন দুটি বিষয়ের মধ্যে সমন্বয় সাধন করা হয়?
ক. আয়-ব্যয় খ. লাভ-ক্ষতি
গ. ঝুঁকি-আয় ঘ. ঝুঁকি-ক্ষতি
১৫. মূলধন বাজেট সিদ্ধান্ত ও চলতি মূলধন সিদ্ধান্তকে একসঙ্গে কী বলা হয়?
ক. মিশ্র সিদ্ধান্ত
খ. সমন্বিত সিদ্ধান্ত
গ. চলতি বাজেটিং সিদ্ধান্ত
ঘ. বিনিয়োগ সিদ্ধান্ত
১৬. চলতি মূলধন সিদ্ধান্তের ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় কী?
ক. লভ্যাংশ প্রদান খ. তারল্য
গ. মুনাফা বৃদ্ধি ঘ. ঝুঁকি হ্রাস
১৭. অব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য নয়?
ক. সিকিউরিটি ইস্যু
খ. প্রাতিষ্ঠানিক অর্থায়ন
গ. জামানতযুক্ত অর্থায়ন
ঘ. দীর্ঘমেয়াদি অর্থায়ন
১৮. ক্রেডিট রেটিং কী?
ক. ধারে বিক্রয়ের ক্ষেত্রে কমিশনের রেট বা হার নির্ধারণ করা
খ. নিরপেক্ষ প্রতিষ্ঠান কর্তৃক ঋণ পরিশোধের সামর্থ্য যাচাই
গ. কোনো প্রতিষ্ঠানের ক্রেডিট নীতি বা ধারে বিক্রয়ের নীতি নির্ধারণ
ঘ. অতীতের মুনাফার হার নির্ধারণ
১৯. আমেরিকার শেয়ারবাজারে বড় ধরনের দরপতন তথা মহামন্দা হয় কত সালে?
ক. ১৯১০ খ. ১৯৩০
গ. ১৯৩৮ ঘ. ১৯৪৪
২০. সমাজের কল্যাণে ব্যয়িত মুনাফার অংশকে কী বলা হয়?
ক. সামাজিক দায়বদ্ধতা
খ. দান
গ. মুনাফা
ঘ. উদ্বৃত্ত
সঠিক উত্তর
অধ্যায় ১: ১২. গ ১৩. ক ১৪. গ ১৫. ঘ ১৬. খ ১৭. ক ১৮. খ ১৯. খ ২০. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল