১৯. নির্দিষ্ট সময় পর অর্জিত সুদাসলের সঙ্গে প্রাপ্ত সুদাসলের ওপর পরবর্তী সময়ের যে সুদ নির্ণয় করা হয়, তাকে কী বলে?

ক. চক্রবৃদ্ধি সুদ খ. নামিক সুদ

গ. সরল সুদ ঘ. কার্যকরী সুদ

২০. চক্রবৃদ্ধি সুদের পৌনঃপুনিকতা বাড়তে থাকলে প্রকৃত বা কার্যকরী সুদের হার কী হবে?

ক. বাড়বে খ. কমবে

গ. অপরিবর্তিত থাকবে

ঘ. শূন্য হবে

২১. এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য বাদ দিলে যা পাওয়া যায়, তা কী?

ক. সুদ খ. আসল

গ. সুদাসল ঘ. নিট মূলধন

২২. ঋণ পরিশোধ তালিকায় আসল পরিশোধের পরিমাণ ক্রমান্বয়ে কী হয়?

ক. স্থির থাকে খ. হ্রাস পায়

গ. বৃদ্ধি পায় ঘ. বছর শেষে হ্রাস পায়

২৩. ঋণ পরিশোধ তালিকায় কিস্তির পরিমাণ

কী হয়?

ক. ক্রমান্বয়ে হ্রাস পায়

খ. স্থির থাকে

গ. ক্রমান্বয়ে বৃদ্ধি পায়

ঘ. শেষ বছরে সর্বোচ্চ থাকে

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১৪. ক ১৫. গ ১৬. গ ১৭. গ ১৮. খ ১৯. ক ২০. ক ২১. ক ২২. খ ২৩. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল