অধ্যায় ৫
১৫. সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাহন কারা?
ক. শিশুরা খ. সমবয়সী সাথি
গ. পিতা-মাতা ঘ. ভাইবোন
১৬. গণমাধ্যম বলতে কী বোঝায়?
ক. সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশনের নাম
খ. শুধু বিনোদন পরিবেশনের নাম
গ. শুধু সংবাদ পরিবেশনের নাম
ঘ. শুধু মতামত পরিবেশনের নাম
১৭. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝায়?
ক. তথ্য সংরক্ষণ ও ব্যবহার করার প্রযুক্তি
খ. শুধু তথ্য সংরক্ষণ করার প্রযুক্তি
গ. শুধু তথ্য ব্যবহার করার প্রযুক্তি
ঘ. বৈজ্ঞানিক আবিষ্কারের প্রযুক্তি
১৮. দেশ ও বিদেশের মানুষের মাঝে সম্পর্ক আর সংযোগ সৃষ্টির অন্যতম বাহন কোনটি?
ক. গণমাধ্যম খ. মিডিয়া
গ. গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি
ঘ. তথ্যপ্রযুক্তি
১৯. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কোনটি জনশিক্ষার একটি প্রধান মাধ্যম?
ক. বেতার খ. টেলিভিশন
গ. ইন্টারনেট ঘ. সংবাদপত্র
২০. কোনটির মাধ্যমে মানুষের মাঝে গণসচেতনতা বৃদ্ধি পায় ও সংস্কৃতিবোধ সৃষ্টি হয়?
ক. সংবাদপত্র খ. বেতার
গ. টেলিভিশন ঘ. চলচ্চিত্র
২১. বর্তমান সময়ে সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় মাধ্যম কোনটি?
ক. ইন্টারনেট খ. সংবাদপত্র
গ. টেলিভিশন ঘ. রেডিও
২২. কোনটির মাধ্যমে আমরা জাতীয় ও আন্তর্জাতিক খবর ঘরে বসেই দেখতে পাই?
ক. ইন্টারনেট খ. সংবাদপত্র
গ. টেলিভিশন ঘ. রেডিও
২৩. কাদের ওপর টেলিভিশনের প্রভাব খুব বেশি?
ক. পুরুষদের খ. শিশু-কিশোরদের
গ. নারীদের ঘ. তরুণদের
২৪. ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে কী বলা হয়?
ক. ই-মেইল খ. টুইটার
গ. ইন্টারনেট ঘ. ই-কমার্স
২৫. কোন ফোনের মাধ্যমে দেশে-বিদেশে সবার সঙ্গে কম খরচে কথা বলা যায়?
ক. ইন্টারনেট ফোন খ. টিঅ্যান্ডটি ফোন
গ. মোবাইল ফোন ঘ. টেলিফোন
২৬. কম মূল্য ও দ্রুততম সময়ের মধ্যে তথ্য পাঠানো সম্ভব কোনটির মাধ্যমে?
ক. ফ্যাক্স খ. ই-কমার্স
গ. ই-মেইল ঘ. ফোন
২৭. ইলেট্রনিক কমার্স কী?
ক. অনলাইনে ক্রেতা-বিক্রেতার মধ্যে পণ্য লেনদেন মাধ্যম
খ. অনলাইনে তথ্য আদান-প্রদানের মাধ্যম
গ. অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যম
ঘ. অনলাইনে বহির্বিশ্বের সঙ্গে শুধু রাজনৈতিক যোগাযোগের একটি মাধ্যম
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১৫. খ ১৬. ক ১৭. ক ১৮. গ ১৯. ঘ ২০. খ ২১. গ ২২. গ ২৩. খ ২৪. ঘ ২৫. ক ২৬. গ ২৭. ক
মো. আবু সুফিয়ান, শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা