অধ্যায় ৩
২২. ম্যালওয়্যার সফটওয়্যার—
i. অন্য সফটওয়্যারের কাঙ্ক্ষিত কর্ম সম্পাদনে বাধার সৃষ্টি করে
ii. ব্যবহারকারীর কম্পিউটারে প্রবেশ করে তথ্য চুরি করে
iii. কম্পিউটার সিস্টেমে প্রবেশাধিকার লাভ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. কম্পিউটারে অনুপ্রবেশকারী বিভিন্ন ধরনের ক্ষতিকর সফটওয়্যারের সাধারণ নাম কী?
ক. ম্যালওয়্যার খ. নটন
গ. ক্যাসপারেস্কি ঘ. অ্যাভাস্ট
২৪. কম্পিউটার ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স, রুটকিটস, কিলগার, ডায়ালার, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার কিসের অন্তর্ভুক্ত?
ক. অ্যান্টিভাইরাস
খ. নেটওয়ার্ক
গ. সিস্টেম সফটওয়্যার ঘ. ম্যালওয়্যার
২৫. বেশি ক্ষতিকর ভাইরাস—
i. ওয়ার্ম
ii. ট্রোজান হর্স
iii. ডায়ালার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. বিশ্বের প্রথম ইন্টারনেট ওয়ার্ম কোনটি?
ক. ট্রোজান হর্স খ. ডায়ালার
গ. মরিস ওয়ার্ম ঘ. ওয়ার্ম
২৭. ম্যালওয়্যার তৈরি করা হয় কোন উদ্দেশ্যে?
ক. সৎ উদ্দেশ্যে
খ. অসৎ উদ্দেশ্যে
গ. কম্পিউটারের গতি বাড়ানোর জন্য
ঘ. র৵ামকে গতিশীল করার জন্য
২৮. কোন অপারেটিং সিস্টেমে ম্যালওয়্যারের সংখ্যা বেশি?
ক. উইন্ডোজ খ. ম্যাক ওস
গ. ইউনিক্স ঘ. ডস
২৯. বিশ্বে কোন অপারেটিং সিস্টেমের ব্যবহারকারী বেশি?
ক. অ্যাপল মেকিনটোশ
খ. মেকিনটোশ
গ. ইউনিক্স
ঘ. উইন্ডোজ
৩০. ছদ্মবেশী সফটওয়্যার কোনটি?
ক. ট্রোজান হর্স খ. ডেটাবেইস
গ. ফটোশপ ঘ. নরটন
৩১. ট্রোজান হর্স ভাইরাসের মূল বৈশিষ্ট্য কী?
ক. নিজের কপি তৈরি করা
খ. হার্ডডিস্ক ফরম্যাট করা
গ. নিজের পরিচয় আড়াল করে রাখা
ঘ. ডেটা চুরি করা ও মুছে দেওয়া
৩২. ম্যালওয়্যারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার মূল কারণ কী?
ক. ইন্টারনেটের কম গতি
খ. ইন্টারনেটে ম্যালওয়্যার ছড়িয়ে দেওয়ার সুবিধা পাওয়ার কারণে
গ. ইন্টারনেটের মাধ্যমে
ঘ. পাসওয়ার্ডের ব্যবহার
সঠিক উত্তর
অধ্যায় ৩: ২২. ঘ ২৩. ক ২৪. ঘ ২৫. ঘ ২৬. গ ২৭. খ ২৮. ক ২৯. ঘ ৩০. ক ৩১. গ ৩২. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার
সহকারী অধ্যাপক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা