ষষ্ঠ শ্রেণির বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্ন

মিনু

৩৮. পিতৃ-মাতৃহীনকে এককথায় কী বলে?

ক. আশ্রিতা খ. প্রতিবন্ধী

গ. দুস্থ ঘ. এতিম

৩৯. কোনটি মিনুর একটি দৈনন্দিন কর্তব্য?

ক. ছাদে যাওয়া

খ. পুকুর পাড়ে যাওয়া

গ. পাশের বাড়িতে যাওয়া

ঘ. বাগানে যাওয়া

৪০. মিনু সাগ্রহে চেয়ে থাকে কোথায়?

ক. আমগাছের দিকে

খ. বাগানের দিকে

গ. সরু ডালের দিকে

ঘ. আকাশের দিকে

৪১. বাবা বিদেশ গেছে—এ খবর মিনুকে কে বলেছিল?

ক. প্রতিবেশীরা খ. পিসেমশাই

গ. পিসিমা ঘ. মাসিমা

৪২. সরু ডালে কখন একটি হলদে পাখি এসে বসল?

ক. ঝড়ের সময়

খ. বসন্তের সময়

গ. মিনুর বাবা বিদেশ থেকে এলে

ঘ. টুনুর বাবা বিদেশ থেকে এলে

৪৩. সরু ডালে হলদে পাখির আগমন কিসের বার্তা বহন করে?

ক. দুঃসময়ের

খ. সুসময়ের

গ. বাবার ফিরে আসার

ঘ. বসন্তের আগমনের

৪৪. ‘খিড়কি’ বলতে কী বোঝায়?

ক. রান্নাঘরে যাওয়ার দরজা

খ. ছাদে যাওয়ার দরজা

গ. বাড়ির পেছনের দরজা

ঘ. বাড়ির সামনের দরজা

৪৫. মিনু রোমাঞ্চিত হয়ে উঠল কেন?

ক. সইয়ের উনুনের আঁচ দেখে

খ. শুকতারা দেখে

গ. হলদে পাখি দেখে

ঘ. লাল পূর্বাকাশ দেখে

৪৬. লোকে কাকে মহৎ লোক বলে জানে?

ক. যোগেন বসাককে

খ. হরলাল দত্তকে

গ. হরিদাশ পালকে

ঘ. হরেন কানাইকে

৪৭. মিনুর সব আশা-ভরসার প্রতীক কী?

ক. হলদে পাখি খ. বোলতা

গ. শুকতারা ঘ. কাঁঠালের ডাল

৪৮. ‘একটি দরকারি কাজ হয়নি’ মিনুর সেই দরকারি কাজ কী?

ক. পানি ভরা খ. ছাদে যাওয়া

গ. কয়লা ভাঙা ঘ. উনুন জ্বালানো

৪৯. যে কানে কম শোনে এক কথায় তাকে বলে?

ক. কানা খ. কালা

গ. বাচাল ঘ. বোবা

৫০. সূর্যকে প্রদক্ষিণকারী জ্যোতিষ্ককে এককথায় বলে?

ক. উল্কা খ. নক্ষত্র

গ. উপগ্রহ ঘ. গ্রহ

সঠিক উত্তর

মিনু: ৩৮. ঘ ৩৯. ক ৪০. গ ৪১. ঘ ৪২. ঘ

৪৩. গ ৪৪. গ ৪৫. গ ৪৬. ক ৪৭. ক ৪৮. খ

৪৯. খ ৫০. ঘ