অধ্যায় ৫
২১. ইথিলিনের কাজ কী?
ক. ফল পাকানো
খ. উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি
গ. ফল ঝরে পড়া রোধ
ঘ. বীজের সুপ্তাবস্থা কাটানো
২২. নিউরনের সঙ্গে কোনটির সম্পর্ক আছে?
ক. স্নায়ুতন্ত্র
খ. শ্বসনতন্ত্র
গ. রেচনতন্ত্র
ঘ. কঙ্কালতন্ত্র
২৩. মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি?
ক. শুক্রাণু
খ. নিউরন
গ. অ্যাক্সন
ঘ. পেশিকোষ
২৪. একটি নিউরনে কয়টি অ্যাক্সন থাকে?
ক. একটি খ. দুটি
গ. তিনটি ঘ. চারটি
২৫. স্নায়ুতাড়না পরিবহনের মাধ্যম কোনটি?
ক. মেরুরজ্জু
খ. গুরুমস্তিষ্ক
গ. লঘুমস্তিষ্ক
ঘ. সাইন্যাপস
২৬. কোনটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র?
ক. পনস খ. মেডুলা
গ. মস্তিষ্ক ঘ. প্রান্তীয় রজ্জু
২৭. কোনটি মস্তিষ্কের বোঁটাস্বরূপ?
ক. পনস খ. সেরিব্রাম
গ. শ্বেত পদার্থ ঘ. মেডুলা
২৮. আমাদের দেহের প্রধান রেচন অঙ্গ কোনটি?
ক. চর্ম খ. বৃক্ক
গ. যকৃৎ ঘ. ফুসফুস
২৯. কোনটি হরমোন বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে?
ক. অক্সিন
খ. জিব্বেরেলিন
গ. সাইটোকাইনিন
ঘ. অ্যাবসিসিক অ্যাসিড
৩০. ডেনড্রন সৃষ্ট শাখাগুলোকে কী বলে?
ক. কোষদেহ
খ. অ্যাক্সন
গ. সিন্যাপস
ঘ. ডেনড্রাইট
৩১. তাপ সংরক্ষণ ও চলন মস্তিষ্কের কোন অংশ নিয়ন্ত্রণ করে?
ক. সেরিব্রাম
খ. থ্যালামাস
গ. পনস
ঘ. সেরিবেলাম
৩২. কোন অংশটি মস্তিষ্ককে মেরুরজ্জুর সঙ্গে সংযোজিত করে?
ক. থ্যালামাস খ. সেরিবেলাম
গ. মেডুলা ঘ. পনস
৩৩. কোনটিকে মূত্র তৈরির কারখানা বলা হয়?
ক. ত্বক খ. বৃক্ক
গ. যকৃত ঘ. ফুসফুস
৩৪. স্নায়ুতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৩৫. প্রতিবর্ত চক্রের কয়টি অংশ থাকে?
ক. পাঁচটি খ. চারটি
গ. তিনটি ঘ. দুটি
সঠিক উত্তর
অধ্যায় ৫: ২১. ক ২২. ক ২৩. খ ২৪. ক ২৫. ঘ ২৬. গ ২৭. ঘ ২৮. খ ২৯. ঘ ৩০. ঘ ৩১. খ
৩২. গ ৩৩. খ ৩৪. খ ৩৫. ঘ
মো. আবু সুফিয়ান, শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা