default-image

মিনু

৫১. মিনু গল্পটিতে প্রাধান্য পেয়েছে কী?

ক. শিশুদের প্রতি মমতা

খ. বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতি মমত্ব

গ. সব সৃষ্টির প্রতি মমত্ব

ঘ. অনাথদের প্রতি মমত্ব

৫২. মিনুর কাছে কোনটি তুচ্ছ নয়?

ক. পারিপার্শ্বিকতা খ. শিক্ষা

গ. সমাজ ঘ. পরিবার

৫৩. মিনু কার কাছে মানুষ হচ্ছে?

ক. দূরসম্পর্কের দিদির কাছে

খ. দূরসম্পর্কের পিসির কাছে

গ. দূরসম্পর্কের আত্মীয়ের কাছে

ঘ. নিজের মায়ের কাছে

৫৪. মিনু কখন ঘুম থেকে ওঠে?

ক. ভোর চারটায় খ. ভোর সাড়ে চারটায়

গ. ভোর পাঁচটায় ঘ. ভোর সাড়ে পাঁচটায়

৫৫. মিনুর কাছে শুকতারার আশপাশের কালো মেঘের টুকরাগুলোকে কী বলে মনে হয়?

ক. ফুল খ. পাখি

গ. তামা ঘ. কয়লা

৫৬. মিনুর সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে ওঠে কেন?

ক. বাবার ফিরে আসার কল্পনায়

খ. গাছে হলদে পাখি দেখে

গ. টুনুর বাবাকে দেখতে পেয়ে

ঘ. জ্বর হয়েছে বুঝতে পেরে

৫৭. মিনুর কাছে ঘুঁটে কী?

ক. রাক্ষসী খ. জ্বালানি

গ. তরকারি ঘ. সই

৫৮. মিনুকে কিসে কামড়িয়েছিল?

ক. বিড়াল খ. পিঁপড়া

গ. ভিমরুল ঘ. কুকুর

সঠিক উত্তর

মিনু: ৫১. খ ৫২. ক ৫৩. খ ৫৪. ক ৫৫. ঘ ৫৬. খ ৫৭. গ ৫৮. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

বিজ্ঞাপন
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন