বহুনির্বাচনি প্রশ্ন

ধ্বনিতত্ত্ব

২১. যেসব স্বরধ্বনির উচ্চারণে ঠোঁট গোল না হয়ে বিস্তৃত অবস্থায় থাকে সেগুলোকে কী বলে?

ক. গোলকৃত স্বরধ্বনি

খ. অগোলকৃত স্বরধ্বনি

গ. সংবৃত স্বরধ্বনি

ঘ. বিবৃত স্বরধ্বনি

২২. অগোলাকৃত স্বরধ্বনি কোনটি?

ক. অ খ. আ

গ. এ ঘ. ও

২৩. বাংলার সব স্বর —

i. হ্রস্ব ii. দীর্ঘ

iii. কোনটি নয়

নিচের কোনটি ঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

২৪. তালুর পেছনের অংশকে বলে—

i. শক্ত তালু ii. কোমল তালু

iii. কোনটি নয়

নিচের কোনটি ঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

২৫. একই সঙ্গে মুখ ও নাক বের হয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে কী বলে?

ক. উচ্চমধ্য স্বরধ্বনি

খ. অনুনাসিক স্বরধ্বনি

গ. মৌখিক স্বরধ্বনি

ঘ. নিম্নমধ্য স্বরধ্বনি

২৬. কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বাতাস প্রথমে মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয় তারপর কেবল নাক দিয়ে বেরিয়ে যায়?

ক. খ্ খ. ল্

গ. ট্ ঘ. থ্

২৭. ব্যঞ্জনধ্বনি উচ্চারণে যে বিষয়ের ওপর বিশেষভাবে খেয়াল করতে হবে তা হলো—

i. উচ্চারণস্থান

ii. উচ্চারণরীতি

iii. কোনোটি নয়

নিচের কোনটি ঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

২৮. উচ্চারণস্থান অনুসারে বাংলা ব্যঞ্জনধ্বনিগুলোকে যে ধ্বনি হিসেবে দেখানো হয় তা হলো—

i. দ্বি-ওষ্ঠ, দন্ত

ii. দন্তমূলীয়, প্রতিবেষ্টিত, তালব্য-দন্তমূলীয়

iii. তালব্য, জিহ্বামূলীয়, কণ্ঠনালীয়

নিচের কোনটি ঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

ধ্বনিতত্ত্ব: ২১. খ ২২. গ ২৩. ক ২৪. খ ২৫. খ ২৬. খ ২৭. গ ২৮. ঘ