ধ্বনিতত্ত্ব
৪০. যে বাগ্যন্ত্র সচল তাকে বলে—
i. সচল বাগ্প্রত্যঙ্গ
ii. সক্রিয় উচ্চারক
iii. নিষ্ক্রিয় বাগ্প্রত্যঙ্গ
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
৪১. যে বাগ্প্রত্যঙ্গ স্থির তাকে বলে—
i. সক্রিয় বাগ্প্রত্যঙ্গ
ii. নিষ্ক্রিয় উচ্চারক
iii. নিষ্ক্রিয় বাগ্প্রত্যঙ্গ
নিচের কোনটি ঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
৪২. কোনটি নিষ্ক্রিয় উচ্চারক?
ক. জিবের ডগা
খ. কোমল তালু
গ. কুঞ্চিত জিবের ডগা
ঘ. স্বরতন্ত্র
৪৩. উচ্চারণরীতি অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলোকে যা হিসেবে বিবেচনা করা হয় তা হলো—
i. স্পৃষ্ট বা স্পর্শ
ii. ঘর্ষণজাত, কম্পিত
iii. তাড়িত, পার্শ্বিক, নৈকট্যমূলক
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
৪৪. মুখের মধ্যে ফুসফুস-আগত বাতাস প্রথমে কিছুক্ষণের জন্য সম্পূর্ণ রুদ্ধ বা বন্ধ হয় এবং এরপর মুখ দিয়ে বেরিয়ে গিয়ে উচ্চারিত ধ্বনিগুলোকে কী বলে?
ক. নাসিকা খ. স্পৃষ্ট
গ. ঘর্ষণজাত ঘ. কম্পিত
৪৫. যেসব ব্যঞ্জন উচ্চারণের সময় বাতাস কেবল মুখ দিয়ে বের হয়, সেগুলোকে কী ধ্বনি বলে?
ক. নাসিক্য খ. স্পৃষ্ট
গ. ঘর্ষণজাত ঘ. কম্পিত
৪৬. ঘর্ষণজাত ধ্বনি আর কী ধ্বনি হিসেবে পরিচিত?
ক. নাসিক্য খ. স্পৃষ্ট
গ. শিস ঘ. কম্পিত
৪৭. যে ধ্বনি উচ্চারণকালে জিব কম্পিত হয় তাকে কী ধ্বনি বলে?
ক. নাসিক্য খ. স্পৃষ্ট
গ. শিস ঘ. কম্পিত
৪৮. যে ধ্বনিগুলো উচ্চারণের সময় জিবের সামনের অংশ উল্টে গিয়ে ওপরের পাটি দাঁতের মূলে একটিমাত্র টোকা দেয়, তাকে বলে—
i. তাড়িত ধ্বনি
ii. টোকাজাত ধ্বনি
iii. পার্শ্বিক ধ্বনি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
ধ্বনিতত্ত্ব: ৪০. গ ৪১. ঘ ৪২. খ ৪৩. ঘ ৪৪. খ ৪৫. খ ৪৬. গ ৪৭. ঘ ৪৮. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল