বহুনির্বাচনি প্রশ্ন

ধ্বনিতত্ত্ব

৪৯. যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস জিভের পেছনের এক পাশ বা দুই পাশ দিয়ে বেরিয়ে যায় এবং জিভে দাঁত অথবা দন্তমূলে অবস্থান করে তাকে কী ধ্বনি বলে?

ক. পার্শ্বিক খ. স্পৃষ্ট

গ. শিস ঘ. কম্পিত

৫০. অন্তস্থ ব্ ও অন্তস্থ য়্ কোন জাতীয় ধ্বনি?

ক. পার্শ্বিক খ. নৈকট্যমূলক

গ. শিস ঘ. কম্পিত

৫১. নৈকট্যমূলক ধ্বনির আরেক নাম কী?

ক. পার্শ্বিক ধ্বনি খ. তরল ধ্বনি

গ. শিস ধ্বনি ঘ. কম্পিত ধ্বনি

৫২. স্বরযন্ত্রের ভেতরে কোন প্রত্যঙ্গ রয়েছে?

i. স্বররন্ধ্র ii. স্বরতন্ত্র

iii. সরতন্ত্র

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

৫৩. যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালে চাপ পড়ে, সে ব্যঞ্জনগুলোকে বলে—

i. মহাপ্রাণ ii. অল্পপ্রাণ

iii. স্বল্পপ্রাণ

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

৫৪. ঘর্ষণজাত ধ্বনি কোনটি?

ক. প্ খ. র্গ

গ. ঢ়্ ঘ. শ্

৫৫. বাংলা ভাষায় মৌখিক স্বরধ্বনি কয়টি?

ক. ৬টি খ. ৭টি

গ. ৮টি ঘ. ৯টি

৫৬. বাংলা স্বরবর্ণ কয়টি?

ক. ৮টি খ. ৯টি

গ. ১০টি ঘ. ১১টি

৫৭. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?

ক. কার খ. চিহ্ন

গ. ফলা ঘ. প্রতীক

৫৮. বাংলা ব্যঞ্জনধ্বনি কয়টি?

ক. ৩২টি খ. ৩৫টি

গ. ৩৭টি ঘ. ৩৯টি

৫৯. বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি?

ক. ৩৭টি খ. ৩৮টি

গ. ৩৯টি ঘ. ৪০টি

৬০. যেগুলো স্বতন্ত্র বর্ণ নয় তা হলো—

i. বিসর্গ (ঃ) ii. চন্দ্রবিন্দু ( ঁ)

iii. অনুস্বার (ং)

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

৬১. ব্যঞ্জনবর্ণের পূর্ণরূপ যে অবস্থানে থাকতে পারে, তা হলো—

i. শব্দের শুরুতে

ii. শব্দের মাঝে

iii. শব্দের শেষে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

ধ্বনিতত্ত্ব: ৪৯. ক ৫০. খ ৫১. খ ৫২. গ ৫৩. খ ৫৪. ঘ ৫৫. খ ৫৬. ঘ ৫৭. ক ৫৮. ক ৫৯. গ ৬০. গ ৬১. ঘ