বহুনির্বাচনি প্রশ্ন

ধ্বনিতত্ত্ব

৬২. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?

ক. কার খ. চিহ্ন

গ. ফলা ঘ. প্রতীক

৬৩. একই ব্যঞ্জন পরপর দুবার ব্যবহৃত হলে তাকে কী বলে?

ক. দ্বিত্ব ব্যঞ্জন

খ. যুক্তব্যঞ্জন

গ. সাধারণ যুক্তব্যঞ্জন

ঘ. স্বচ্ছ যুক্তব্যঞ্জন

৬৪. ব্যঞ্জনদ্বিত্ব ছাড়া সব ব্যঞ্জন সংযোগকে কী বলে?

ক. দ্বিত্ব ব্যঞ্জন

খ. যুক্তব্যঞ্জন

গ. সাধারণ যুক্তব্যঞ্জন

ঘ. স্বচ্ছ যুক্তব্যঞ্জন

৬৫. যুক্তব্যঞ্জন কত প্রকারের?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

৬৬. পূর্বের ও পরের ধ্বনির প্রভাবে ধ্বনির যে পরিবর্তন, তাকে কী বলে?

ক. ধ্বনি-পরিবর্তন খ. প্রতিবেশ

গ. ধ্বনি-রূপান্তর ঘ. ধ্বনিলোপ

৬৭. ধ্বনির পরিবর্তন বা মিলন যখন স্বরধ্বনির মধ্যেই সীমাবদ্ধ থাকে তখন তাকে বলে—

i. স্বরসন্ধি

ii. ব্যঞ্জনসন্ধি

iii. বিসর্গসন্ধি

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

৬৮. অ-ধ্বনির পর আ-ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়?

ক. ই খ. উ

গ. আ ঘ. ঈ

৬৯. ই-ধ্বনির পর ঈ-ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়?

ক. আ খ. ই

গ. উ ঘ. ঈ

৭০. অ বা আ-ধ্বনির পরে ই বা ঈ-ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়?

ক. এ খ. ঈ

গ. উ ঘ. আ

৭১. ‘পরীক্ষা’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. পরি + ইক্ষা খ. পরী + ইক্ষা

গ. পরি + ঈক্ষা ঘ. পরী + ঈক্ষা

৭২. সন্ধির ফলে—

i. উচ্চারণে স্বাচ্ছন্দ্য আসে

ii. শ্রুতিমাধুর্য বাড়ে

iii. ভাষা সংক্ষিপ্ত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

৭৩. বাংলা ভাষার অনুনাসিক স্বরধ্বনি কয়টি?

ক. ৫টি খ. ৬টি

গ. ৭টি ঘ. ৮টি

সঠিক উত্তর

ধ্বনিতত্ত্ব: ৬২. গ ৬৩. ক ৬৪. খ ৬৫. ক ৬৬. ক ৬৭. ক ৬৮. গ ৬৯. ঘ ৭০. খ ৭১. গ ৭২. ঘ ৭৩. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল