মরু-ভাস্কর
২১. মানুষকে হজরত মুহাম্মদ (সা.) কিসে আহ্বান করতে চেয়েছেন?
ক. ধর্মের আসরে খ. মাহফিলে
গ. সালাতে ঘ. যুদ্ধে
২২. হজরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষার অন্তর্ভুক্ত ছিল কী?
ক. পুরুষের মর্যাদা খ. নারীর মর্যাদা
গ. সত্যের মর্যাদা ঘ. মানুষের মর্যাদা
২৩. হজরত মুহাম্মদ (সা.)-এর কন্যার নাম কী?
ক. সালমা (রা.) খ. হালিমা
গ. করিমা ঘ. ফাতেমা
২৪. হজরত মুহাম্মদ (সা.) কোন কথার প্রতিবাদ করেন?
ক. অন্যায় কথার খ. বাস্তববিরোধী কথার
গ. বাস্তব কথার ঘ. সত্য কথা
বিজ্ঞাপন
২৫. হজরত মুহাম্মদ (সা.) কিসের ওপর সব সময় জোর দিয়েছেন?
ক. বাস্তবতার ওপর খ. সত্যের ওপর
গ. যুদ্ধের ওপর ঘ. জ্ঞানের ওপর
২৬. হারানো উটের মতো কোনটি?
ক. মানবতা খ. সম্পদ
গ. জ্ঞান ঘ. শিক্ষা
২৭. হজরত মুহাম্মদ (সা.) কী খুঁজে বের করতে বলেছেন?
ক. সত্য খ. অর্থ
গ. উট ঘ. জ্ঞান
সঠিক উত্তর
মরু-ভাস্কর: ২১. গ ২২. খ ২৩. ঘ ২৪. খ ২৫. ঘ ২৬. গ ২৭. ঘ
মন্তব্য করুন