বহুনির্বাচনি প্রশ্ন

সন্ধি

১৭. ‘সন্ধি’-এর সন্ধি বিচ্ছেদ কী?

ক. সম+ধি খ. সম্+ধি

গ. সম+ন্ধি ঘ. সণ্+ধি

১৮. ‘নিরক্ষর’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. নির+অক্ষর খ. নি+অক্ষর

গ. নির+ক্ষর ঘ. নিঃ+অক্ষর

১৯. ‘বনস্পতি’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. বনঃ+পতি খ. বনস্+পতি

গ. বন+পতি ঘ. বন+স্পতি

২০. ‘ষড়ানন’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. ষট্+আনন খ. ষট্+আন

গ. ষড়+আনন ঘ. ষট্া+আনন

২১. ‘সর্বংসহা’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. সর্বম্+সহা খ. সর্ব+সহা

গ. সর্বম্+সহন ঘ. সর্বম্+সহ

২২. ‘অহরহ’-এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক. অহ্ + অহ খ. অহঃ + অহ

গ. অহঃ + অহঃ ঘ. অহো + অহঃ

২৩. ‘নীরস’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. নিঃ + রস খ. নীঃ + রস

গ. নাঃ + রস ঘ. নীঃ + রোস

২৪. ‘তন্বী’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. তনু + ই খ. তনু + ঈ

গ. তনূ + ঈ ঘ. তনী + ঈ

২৫. ‘প্রাতরাশ’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. প্রাত + আশ খ. প্রাতঃ + রাশ

গ. প্রাতঃ + আশ ঘ. প্রাত + রাশ

২৬. ‘সংঘাত’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. সং + ঘাত খ. সম্ + ঘাত

গ. স + ঘাত ঘ. সঙ্ + ঘাত

২৭. ‘নদ্যম্বু’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. নদ্য + অম্বু খ. নদী + অম্বু

গ. নদী + ম্বু ঘ. নদ্য + ম্বু

২৮. ‘উচ্চারণ’-এর সন্ধিবিচ্ছেদ কী হবে?

ক. উচ + চারণ খ. উত্ + চারণ

গ. উচ্চা + রণ ঘ. উচ + উচারণ

২৯. রবীন্দ্র-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. রবী + ইন্দ্র খ. রবি + ঈন্দ্র

গ. রবি + ইন্দ্র ঘ. রবী + ঈন্দ্র

৩০. ‘পরীক্ষা’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. পরী + ইক্ষা খ. পরি + ঈক্ষা

গ. পরি + ইক্ষা ঘ. পরী + ঈক্ষা

৩১. ‘স্বেচ্ছা’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. স্ব + ইচ্ছা খ. স + ইচ্ছা

গ. সে + আচ্ছা ঘ. সু + ইচ্ছা

৩২. ‘শীতার্ত’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কী?

ক. শীত + আর্ত খ. শীত + ঋত

গ. শীতা + আর্ত ঘ. শীতা + ঋত

৩৩. ‘শিরঃ + ছেদ’-এর সঠিক সন্ধি কোনটি?

ক. শিরশ্ছেদ খ. শিরঃছেদ

গ. শিরঃশ্ছেদ ঘ. শিরচ্ছেদ

৩৪. ‘স্বাগত’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. স্ব + আগত খ. সুব + আগত

গ. সু + আগত ঘ. স্ব + গত

৩৫. ‘ভাবুক’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক. ভৌ + উক খ. ভো + উক

গ. ভাব + উক ঘ. ভু + উক

সঠিক উত্তর

সন্ধি: ১৭. খ ১৮. ঘ ১৯. গ. ২০. ক ২১. ক ২২. খ ২৩. ক ২৪. খ ২৫. গ ২৬. খ ২৭. খ ২৮. খ ২৯. গ ৩০. খ ৩১. ক ৩২. খ ৩৩. ক ৩৪. গ ৩৫. ক