বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

৬৭. সূর্যগ্রহণের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করেন কে?

ক. থালেস খ. আমেস

গ. থাসেল ঘ. অমলেশ

৬৮. রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে?

ক. সিন্ধু খ. নীল

গ. টাইগার ঘ. ইউফ্রেটিস

৬৯. কিসের মধ্য দিয়ে রোমের যাত্রা শুরু হয়েছিল?

ক. দ্বন্দ্বের খ. প্রাকৃতিক দুর্যোগের

গ. যুদ্ধবিগ্রহের ঘ. অর্থনৈতিক মন্দার

৭০. রোমে কার নেতৃত্বে দাস বিদ্রোহ সংঘটিত হয়?

ক. ব্রুটাস খ. স্পার্টাকাস

গ. ক্লিসথেনিস ঘ. সোলন

৭১. প্যাট্রিসিয়ান অর্থ কী?

ক. বণিক শ্রেণি খ. সাধারণ নাগরিক

গ. অভিজাত শ্রেণি ঘ. কৃষক শ্রেণি

৭২. আধুনিক বিশ্ব রোমান সভ্যতার কাছে ঋণী কেন?

ক. আইন ও শাসন পরিচালনের জন্য

খ. খেলাধুলার জন্য

গ. শিল্প–সাহিত্যের জন্য

ঘ. রণকৌশলের জন্য

৭৩. রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম কী?

ক. ভেনাস খ. নেপচুন

গ. জুপিটার ঘ. ভলকান

সঠিক উত্তর

অধ্যায় ২: ৬৭. ক ৬৮. গ ৬৯. গ ৭০. খ ৭১. গ ৭২. ক ৭৩. গ


মিজান চৌধুরী, সহকারী শিক্ষক
লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা