বাংলাদেশ ও বিশ্বপরিচয়

.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের অধ্যায়-৬ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৭
১। রাষ্ট্রের উপাদান কতটি?
ক. ৭টি খ. ৬টি গ. ৫টি ঘ. ৪টি
২। কয়টি বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয়?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
৩। বাংলাদেশ নামক ভূখণ্ডটি পৃথিবীর মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্থান পায়—
ক. ১৯৭২ সালে খ. ১৯৭১ সালে
গ. ১৯৭৪ সালে ঘ. ১৯৫৪ সালে
৪। নিচের কোনটির মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়?
ক. জনসমষ্টি খ. ভূখণ্ড গ. সার্বভৌমত্ব ঘ. সরকার
৫। সামাজিক জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান হলো—
ক. বিরোধী দল খ. নির্বাচন কমিশন
গ. রাষ্ট্র ঘ. সরকার
৬। আদিম মানুষ প্রথম কীভাবে বসবাস করত?
ক. গোত্রভিত্তিক খ. সমাজভিত্তিক
গ. সমপ্রদায়ভিত্তিক ঘ. রাষ্ট্রভিত্তিক
৭। রাষ্ট্রের প্রাথমিক উপাদান কোনটি?
ক. সার্বভৌমত্ব খ. সরকার
গ. নির্দিষ্ট ভূখণ্ড ঘ. জনসমষ্টি
৮। The Modern State গ্রন্থের লেখক কে?
ক. ম্যাকাইভার খ. প্লেটো
গ. কার্ল মার্ক্স ঘ. সক্রেটিস
৯। বর্তমান সময়ে প্রতিটি রাষ্ট্রই নিজেদের কী ধরনের রাষ্ট্র বলে দাবি করে?
ক. উন্নত খ. আধুনিক
গ. কল্যাণমূলক ঘ. শক্তিশালী
১০। রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ—
ক. প্রাকৃতিক গ্যাস খ. প্রাকৃতিক সম্পদ
গ. পেট্রোলিয়াম ঘ. শিক্ষিত জনগোষ্ঠী
১১। নাগরিকের সঙ্গে কিসের সম্পর্ক অত্যন্ত নিবিড়?
ক. রাষ্ট্রের খ. বিচার বিভাগ
গ. নির্বাচনের ঘ. জনগণের
১২। ব্রিটেনের অধিকাংশ আইনের উত্স কী?
ক. সংবিধান খ. প্রথা গ. ধর্ম ঘ. ন্যায়বোধ
১৩। আধুনিক রাষ্ট্রের আইনের প্রধান উত্স কোনটি?
ক. প্রথা খ. কোরআন
গ. আইনসভা ঘ. জনগণের রায়
১৪। নাগরিকের প্রধান কর্তব্য কোনটি?
ক. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা
খ. রাষ্ট্রের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা
গ. রাষ্ট্রের নিয়মনীতি মেনে চলা
ঘ. নিজ নিজ দায়িত্ব পালন করা
১৫। নিচের কোনটি রাষ্ট্রীয় আয়ের প্রধান উত্স?
ক. কর ও খাজনা খ. বাণিজ্য শুল্ক
গ. রেমিট্যান্স ঘ. বাণিজ্যিক ব্যাংক
১৬। কার অভিমত ইসলামি আইনের ক্ষেত্রে আইনের মর্যাদা লাভ করেছে?
ক. ইমাম শাফিয়ি (রহ.)
খ. ইমাম আবু হানিফা (রহ.)
গ. ইমাম বুখারি (রহ.) ঘ. ইবনে সিনা
১৭। তথ্য প্রাপ্তির অধিকার বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত হয়েছে?
ক. ৩৯ খ. ২৯ গ. ৪৭ ঘ. ১৭
১৮। মানুষের ওপর কোনটির প্রভাব অপরিসীম?
ক. প্রথার ও নৈতিকতার খ. আইনের
গ. ধর্মের ঘ. ন্যায়নীতির
১৯। বাংলাদেশের সরকার কত সালে তথ্য অধিকার আইন জারি করে?
ক. ২০০৯ খ. ২০০৭ গ. ২০০৮ ঘ. ২০১০।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৭
১. ঘ ২. ক ৩. খ ৪. গ ৫. গ ৬. ক ৭. ঘ ৮. ক ৯. গ ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. ক ১৮. গ ১৯. ক।
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়