default-image

অধ্যায় ৪

প্রশ্ন: বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য কী? প্রধান তিনটি ধানের নাম লেখো।

উত্তর: বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ভাত। এ দেশে প্রধানত আউশ, আমন ও বোরো এই তিন ধরনের ধানের চাষ হয়।

প্রশ্ন: গম চাষের উপযোগী ঋতু কোনটি এবং কোন কোন অঞ্চলে গম উৎপাদন বেশি হয়?

উত্তর: শীতকাল গম চাষের জন্য উপযোগী ঋতু। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে গম উৎপাদন বেশি হয়।

প্রশ্ন: কোন কোন অঞ্চলে ডাল বেশি চাষ হয়? বিভিন্ন ধরনের ডালের নাম লেখো।

উত্তর: বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে ডালের চাষ বেশি হয়। বিভিন্ন ধরনের ডাল হলো ছোলা, মসুর, মটর, মুগ, মাষকলাই ইত্যাদি।

প্রশ্ন: আলু চাষের জন্য উপযোগী মাটির নাম লেখো। এ দেশে কোন কোন আলুর চাষ হয়?

উত্তর: আমাদের দেশের উর্বর দো-আঁশ ও বেলে মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী। এখানে গোল আলু ও মিষ্টি আলুর চাষ বেশি হয়।

প্রশ্ন: তৈল কীভাবে তৈরি হয়? কয়েকটি তৈলবীজের নাম লেখো।

উত্তর: তৈলবীজ পেষণ করে আমরা তৈল তৈরি করি। কয়েকটি তৈলবীজের নাম হলো—সরিষা, বাদাম বা তিসির বীজ।

বিজ্ঞাপন

প্রশ্ন: খাবার সুস্বাদু করতে আমরা খাবারে কী ব্যবহার করি? এগুলোর নাম লেখো।

উত্তর: খাবারকে সুস্বাদু করতে আমরা খাবারে বিভিন্ন ধরনের মসলা ব্যবহার করি। যেমন পেঁয়াজ, রসুন, আদা, মরিচ ইত্যাদি।

প্রশ্ন: অর্থকরী ফসল কাকে বলে? কয়েকটি অর্থকরী ফসলের নাম লেখো।

উত্তর: যেসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয়, সেগুলোকে অর্থকরী ফসল বলে। যেমন পাট, চা, তামাক ইত্যাদি।

প্রশ্ন: ‘সোনালি আঁশ’ কাকে বলে? পাটের তৈরি কয়েকটি জিনিসের নাম লেখো।

উত্তর: পাটকে ‘সোনালি আঁশ’ বলা হয়। পাটের তৈরি কয়েকটি জিনিস হলো রশি, চট বা বস্তা, পাটের ব্যাগ কার্পেট ইত্যাদি।

প্রশ্ন: পাটকলগুলো প্রধানত কোন কোন জেলায় অবস্থিত এবং নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত কেন?

উত্তর: পাটকলগুলো প্রধানত নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনার দৌলতপুরসহ নদীতীরবর্তী জেলায় অবস্থিত। এর অন্যতম কারণ হচ্ছে এসব অঞ্চলের নৌপরিবহন সুবিধা গ্রহণ।

প্রশ্ন: বাংলাদেশের কোন কোন অঞ্চলে চা বেশি উৎপন্ন হয়? বর্তমানে কোন জেলায় চা–চাষ হচ্ছে?

উত্তর: বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে চা বেশি উৎপন্ন হয়। তবে বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলায়ও চা–চাষ হচ্ছে।

প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চলে তামাক চাষ হয়? তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে কেন?

উত্তর: বাংলাদেশের রংপুর জেলায় তামাক চাষ হয়। তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে।

প্রশ্ন: বাংলাদেশের কোন কোন জেলায় বস্ত্রকল রয়েছে? এ দেশের জগদ্বিখ্যাত কাপড়সহ কয়েকটি তাঁতের কাপড়ের নাম লিখো।

উত্তর: ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলায় অধিকাংশ বস্ত্রকল রয়েছে। এ দেশের জগদ্বিখ্যাত ছিল ‘মসলিন কাপড়’। এ ছাড়া রয়েছে উন্নতমানের সুতি, সিল্ক ও জামদানি শাড়ি।

প্রশ্ন: বাংলাদেশ থেকে রপ্তানি হয় এরূপ কয়েকটি দ্রব্যের নাম লেখো।

উত্তর: বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া দ্রব্য:

পোশাকশিল্প, চামড়াজাত দ্রব্য। যেমন: জুতা, বেল্ট, ব্যাগ, পাটের তৈরি ব্যাগ, কার্পেট ইত্যাদি।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন