বাংলাদেশ ও বিশ্বপরিচয় | প্রশ্নোত্তর

অধ্যায় ১০

প্রশ্ন: বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সবার গণতান্ত্রিক মনোভাবাপন্ন হওয়া উচিত কেন?

উত্তর: বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্র আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ দেশের জনগণ দীর্ঘদিন সংগ্রাম করেছে। দেশের নাগরিক হিসেবে আমাদের সবাইকে তাই গণতান্ত্রিক মনোভাবের অধিকারী হতে হবে। এ জন্য আমরা বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠসহ সব জায়গায় গণতান্ত্রিক আচরণ করব। ফলে আমাদের দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। তাই বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সবার গণতান্ত্রিক মনোভাবাপন্ন হওয়া উচিত।

প্রশ্ন: আমরা বাড়িতে কীভাবে গণতন্ত্র চর্চা করতে পারি?

উত্তর: গণতান্ত্রিক মনোভাব একটি ব্যক্তিগত ও সামাজিক গুণ। বাড়িতে গণতান্ত্রিক চর্চার মূলকথা হলো পরিবারের সবার মতকে সম্মান করা এবং সবাই মিলে আলোচনা করে যেকোনো সিদ্ধান্ত নেওয়া। সবার পছন্দ–অপছন্দকে গুরুত্ব দিতে হবে এবং কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে মা-বাবা, ভাইবোন ও অন্য সবার সঙ্গে আলোচনা করতে হবে। যেমন—

১. প্রতিদিনের খাবারের তালিকা কেমন হবে?

২. কীভাবে ঘর সাজাব?

৩. ঘরের কী জিনিস কিনব?

৪. কোথায় ও কীভাবে বেড়াতে যাব?

৫. উৎসব অনুষ্ঠানে কী করব?

এভাবেই আমরা বাড়িতে গণতন্ত্র চর্চা করতে পারি।

প্রশ্ন: আমরা শ্রেণিকক্ষে ও বিদ্যালয়ে কীভাবে গণতন্ত্র চর্চা করি?

উত্তর: শ্রেণি ও বিদ্যালয়ের বিভিন্ন কাজে আমরা গণতান্ত্রিক আচরণ করব। অধিকাংশের মত অনুযায়ী বিভিন্ন কাজ করব। শ্রেণির বিভিন্ন কাজ, যেমন চেয়ার, টেবিল, বেঞ্চ গোছানো, শ্রেণিকক্ষ সাজানো, পরিষ্কার-পরিচ্ছন্ন করা প্রভৃতি সম্পর্কে সব সহপাঠীর সঙ্গে আলোচনা করব। অধিকাংশের মতামত নিয়ে কাজগুলো সম্পন্ন করব।

বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে, যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, বনভোজন প্রভৃতি সুষ্ঠু পরিচালনার জন্য অধিকাংশের মতামতের ভিত্তিতে কাজ করব এবং পরস্পরকে সহায়তা করব।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল