বাংলাদেশ ও বিশ্বপরিচয় | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

৬. অনুন্নত বা উন্নয়নশীল দেশের বেশির ভাগ অর্থনৈতিক কার্যক্রম কোন খাতের অন্তর্ভুক্ত?

ক. সেবা খাত

খ. বিনিময় খাত

গ. অনানুষ্ঠানিক খাত

ঘ. আনুষ্ঠানিক খাত

৭. বাংলাদেশের অর্থনীতিতে অনানুষ্ঠানিক খাতের অপর নাম কী?

ক. প্রচলিত খাত

খ. প্রথাগত খাত

গ. প্রথাহীন খাত

ঘ. অপ্রচলিত খাত

৮. বাংলাদেশের অর্থনীতিতে কোন খাত প্রধান ভূমিকা পালন করছে?

ক. অনানুষ্ঠানিক কার্যক্রম

খ. বিনিময় কার্যক্রম

গ. আনুষ্ঠানিক কার্যক্রম

ঘ. সেবা কার্যক্রম

৯. দেশের জাতীয় অর্থনীতিতে কারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন?

ক. ব্যবসায়ীরা

খ. চাকরিজীবীরা

গ. কৃষকেরা

ঘ. কামার-কুমারেরা

১০. কোন দেশ পোশাকসহ বাংলাদেশে উৎপাদিত পণ্যসামগ্রীর সবচেয়ে বড় ক্রেতা?

ক. ফ্রান্স খ. জার্মানি

গ. যুক্তরাষ্ট্র ঘ. যুক্তরাজ্য

১১. বাংলাদেশ একটি শিল্পসম্ভাবনাময় দেশ। কারণ—

i. কম মজুরিতে শ্রমিক পাওয়া যায়

ii. বিনিয়োগসহায়ক সরকারি কর্মসূচি রয়েছে

iii. উৎপাদিত পণ্যের গুণাগুণ অন্যান্য দেশের চেয়ে ভালো

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২. ফলের রস কী ধরনের খাদ্য?

ক. রপ্তানিযোগ্য খাদ্য

খ. শিশুখাদ্য

গ. দুধজাতীয় খাদ্য

ঘ. প্রক্রিয়াজাতকৃত খাদ্য

১৩. প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রধান সমস্যা—

i. পুঁজির সমস্যা

ii. রপ্তানি চাহিদা কম

iii. কৃষিপণ্য সংরক্ষণের সুযোগ কম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪. দেশকে উন্নত করতে হলে আমাদের কী করা উচিত?

ক. জাতীয় অর্থনীতিকে সবল ও গতিশীল করা

খ. কুটিরশিল্পের ওপর জোর দেওয়া

গ. যোগাযোগব্যবস্থার ওপর জোর দেওয়া

ঘ. কৃষি খাতকে গুরুত্ব প্রদান করা

সঠিক উত্তর:

অধ্যায় ৪: ৬. গ ৭. খ ৮. ক ৯. গ ১০. গ ১১. ক ১২. ঘ ১৩. খ ১৪. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মিজান চৌধুরী
শিক্ষক, লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা