বাংলাদেশ ও বিশ্বপরিচয় | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

৩২. আমতলার সভায় কতজন করে মিছিল শুরু করার সিদ্ধান্ত হয়?

ক. ১০ জন খ. ১১ জন

গ. ১২ জন ঘ. ২০ জন

৩৩. ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’-কবিতাটির রচয়িতা কে?

ক. শামসুর রাহমান

খ. আব্দুল গাফফার চৌধুরী

গ. মুনীর চৌধুরী

ঘ. মাহবুব-উল-আলম চৌধুরী

৩৪. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে কারা পুস্তক রচনা করে?

ক. সংগ্রাম পরিষদ

খ. গণ-আজাদী লীগ

গ. তমদ্দুন মজলিশ

ঘ. যুক্তফ্রন্ট

৩৫. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি থেকে কত সময়ের জন্য ১৪৪ ধারা জারিসহ সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়?

ক. ১৫ দিন খ. ১৭ দিন

গ. ২১ দিন ঘ. ১ মাস

৩৬. ‘কবর’ নাটকটির রচয়িতা কে?

ক. জহির রায়হান

খ. আলতাফ মাহমুদ

গ. আব্দুল্লাহ আল মামুন

ঘ. মুনীর চৌধুরী

৩৭. ‘আরেক ফাল্গুন’ উপন্যাসের রচয়িতা কে?

ক. কাজী নজরুল ইসলাম

খ. হুমায়ূন আহমেদ

গ. জহির রায়হান ঘ. মুনীর চৌধুরী

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩২. ক ৩৩. ঘ ৩৪. গ ৩৫. ঘ ৩৬.ঘ ৩৭. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল