বাংলাদেশ ও বিশ্বপরিচয় | সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

অধ্যায় ১

প্রশ্ন: ‘অপারেশন জ্যাকপট’ নামের আক্রমণে কোন কোন বাহিনী অংশ নেয়?

উত্তর: ‘অপারেশন জ্যাকপট’ নামের আক্রমণে ভারতের মিত্রবাহিনী ও বাংলাদেশের মুক্তিবাহিনী মিলে যুদ্ধ করে।

প্রশ্ন: যৌথবাহিনী কবে গঠিত হয় এবং এর নেতৃত্বে কে ছিলেন?

উত্তর: মিত্রবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বে ১৯৭১ সালের ২১ নভেম্বর মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে গঠন করা হয় যৌথবাহিনী।

প্রশ্ন: পাকিস্তানের আত্মসমর্পণের দলিল
কোথায় স্বাক্ষর হয় এবং কারা এ দলিলে স্বাক্ষর করেন?

উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে যৌথবাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা এবং পাকিস্তানের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন।

প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে পাকিস্তানি কারাগার থেকে মুক্তিলাভ করেন এবং স্বদেশ প্রত্যাবর্তন করেন?

উত্তর: ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তিলাভ করেন এবং ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন।