বাংলাদেশ ও বিশ্বপরিচয় | সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

অধ্যায় ৯

প্রশ্ন: সমাজের প্রতি আমাদের চারটি কর্তব্য উল্লেখ করো।

উত্তর: সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের কিছু দায়িত্ব আছে। যেমন:

১. ছোটদের ভালোবাসব ও দেখাশোনা করব

২. কারও ক্ষতি করব না

৩. সমাজের বিভিন্ন নিয়মকানুন মেনে চলব

৪. বয়স্ক ব্যক্তিদের শ্রদ্ধা করব।

প্রশ্ন: রাষ্ট্রের প্রতি আমাদের চারটি কর্তব্য উল্লেখ করো।

উত্তর: নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য আছে। রাষ্ট্রের প্রতি আমাদের চারটি কর্তব্য নিচে দেওয়া হলো:

১. রাষ্ট্র প্রদত্ত শিক্ষা গ্রহণ করা আমাদের কর্তব্য।

২. রাষ্ট্রের প্রতি অনুগত থাকব, রাষ্ট্রের শাসন মেনে চলব এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেব।

৩. দেশের শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য আমাদের দেশের সব আইন মেনে চলব।

৪. রাষ্ট্রের বিভিন্ন সম্পদ যাতে নষ্ট না হয়, সেদিকে লক্ষ রাখব এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব।

প্রশ্ন: প্রাথমিক চিকিৎসা বাক্সের চারটি সরঞ্জামের নাম লেখো।

উত্তর: বাড়িতে কোনো দুর্ঘটনা হলে তা থেকে প্রাথমিক চিকিৎসার জন্য বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স রাখা প্রয়োজন।

প্রাথমিক চিকিৎসা বাক্সের চারটি সরঞ্জাম হলো:

১. জীবাণুনাশক ২. থার্মোমিটার ৩. তুলা

৪. ব্যান্ডেজ ।