বাংলাদেশ ও বিশ্বপরিচয়

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।

অধ্যায়-১১

২২।   চাকমা সার্কেলের প্রধান কে?

        ক. চাকমা রানি খ. চাকমা রাজা

        গ. চাকমা বাদশাহ ঘ. চাকমা সম্রাট

২৩।  চাকমা সমাজে রাজার পদটি হলো—

        ক. নির্বাচনভিত্তিক খ. বংশানুক্রমিক

        গ. পাড়ার সিদ্ধান্ত মোতাবেক

        ঘ. মৌজার সিদ্ধান্ত মোতাবেক

২৪।   চাকমা পরিবারে প্রধান কে?

        ক. পিতা খ. মাতা

        গ. জ্যেষ্ঠ পুত্র ঘ. বড় মেয়ে

২৫। চাকমাদের জীবিকার প্রধান উপায় কী?

        ক. মাছ চাষ খ. পশু পালন

        গ. কৃষিকাজ ঘ. চাকরি

২৬। কোন পদ্ধতিতে চাকমারা চাষ করে?

        ক. হালচাষ খ. জুম

        গ. লাভজনক চাষ ঘ. বিজু

২৭। চাকমারা কোন ধর্মের অনুসারী?

        ক. ইসলাম খ. হিন্দু গ. খ্রিষ্ট ঘ. বৌদ্ধ

২৮। কিয়াং কী?

        ক. সভাকক্ষ খ. মন্দির

        গ. বৌদ্ধমন্দির ঘ. বৌদ্ধপ্রাসাদ

২৯।   বৈশাখী পূর্ণিমা ও মাঘী পূর্ণিমা কোন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান?

        ক. হিন্দু খ. খ্রিষ্টান গ. বৌদ্ধ ঘ. ইসলাম                                

৩০। চাকমা মেয়েদের পরনের কাপড়ের নাম—

        i. পিনোন ii. হাদি iii. সালোয়ার

নিচের কোনটি সঠিক ?

        ক. i ও iii খ. ii ও iii গ. iii ঘ. i ও ii

৩১। চাকমাদের প্রধান খাদ্য কী?

        ক. রুটি খ. যব গ. ভাত ঘ. মাছ

৩২। চাকমাদের প্রিয় খাদ্য কী?

        ক. ভাত ও মাছ খ. ভাত ও মাংস

        গ. শাকসবজি ঘ. বাঁশ কোড়ল

৩৩।  কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সবচেয়ে বেশি শিক্ষিত?

        ক. চাকমা খ. মারমা গ. খাসিয়া ঘ. মণিপুরি

৩৪।  বিজু কাদের শ্রেষ্ঠ উত্সব?

        ক. খাসিয়াদের খ. মারমাদের

        গ. সাঁওতালদের ঘ. চাকমাদের

৩৫। বাংলাদেশের বাইরে গারোরা কোথায় বাস করে?

        i. মেঘালয় ii. মিয়ানমার iii. তিব্বত

নিচের কোনটি সঠিক ?

        ক. i ও iii খ. i ও iii গ. iii ঘ. i ও ii

৩৬।  গারোরা সাধারণত বাংলাদেশের—

        ক. সমুদ্রতীরের বাসিন্দা

        খ. নদীতীরের বাসিন্দা

        গ. সমতলের বাসিন্দা

        ঘ. উর্বর এলাকার বাসিন্দা

৩৭।  গারোদের আদি বাসস্থান কোথায়?

        ক. মিয়ানমারে খ. ভারতে গ. তিব্বতে ঘ. চীনে

৩৮।  মান্দি নামে নিজেদের পরিচয় দিতে কারা পছন্দ করে?

        ক. চাকমারা খ. মারমারা

        গ. সাঁওতালেরা ঘ. গারোরা

৩৯।  গারোরা কোন জাতিগোষ্ঠীর লোক?

        ক. ককেশীয় খ. ইরানি

        গ. ভারতীয় ঘ. মঙ্গোলীয়

৪০।  গারো সমাজে পরিবারের প্রধান কে?

        ক. পিতা খ. মাতা গ. বড় ভাই ঘ. বড় বোন

৪১।   সাঁওতালদের সমাজ কী ধরনের?

        ক. পিতৃসূত্রীয় খ. মাতৃসূত্রীয়

        গ. পারিবারিক ঘ. একক

৪২।   গারোদের প্রধান দেবতার নাম কী?

        ক. তাতারা রাবুকা খ. ওয়ানগালা

        গ. দেবতা ঘ. আচিক

৪৩।  গারোদের ভাষা কোনটি?

        ক. বাংলা খ. উপভাষা

        গ. আচিক খুসিক ঘ. নায়েক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর