বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় থেকে বহুনির্বাচনি  প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-২

৭। ১৯৭৮ সালের রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে কয়টি জোট গঠিত হয়?

ক. দুটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি

৮। দেশের বাইরে মুজিবনগর সরকারের মিশন স্থাপিত হয়েছিল—

ক. ব্যাংককে খ. লন্ডনে

গ. স্টকহোম ঘ. প্যারিসে

৯। মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী

কে ছিলেন?

ক. এ এইচ এম কামারুজ্জামান

খ. তাজউদ্দীন আহমদ

গ. এম মনসুর আলী

ঘ. মোশতাক আহমেদ

১০। কোথায় জর্জ হ্যারিসনের জন্ম হয়?

ক. যুক্তরাষ্ট্র খ. ইতালি

গ. যুক্তরাজ্য ঘ. অস্ট্রেলিয়া

১১। শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দেন—

ক. ২ মার্চ খ. ৩ মার্চ

গ. ৬ মার্চ ঘ. ৭ মার্চ

১২। বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দেন—

ক. ২৬ মার্চ খ. ৭ মার্চ

গ. ১১ মার্চ ঘ. ২৫ মার্চ

১৩। কত সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়?

ক. ১৯৭৪ সালে খ. ১৯৭৩ সালে

গ. ১৯৮০ সালে ঘ. ১৯৭৫ সালে

১৪। ৭ মার্চের ভাষণে তুলে ধরা হয়—

ক. বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস

খ. পাকিস্তানি প্রতারণা ও শোষণের ইতিহাস

গ. পাকিস্তানের মহত্ উদ্দেশ্য

ঘ. স্বাধীনতাযুদ্ধের অন্তরায়সমূহ

১৫। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র

কোথায় ছিল?

ক. আগারগাঁও খ. চট্টগ্রাম

গ. কালুরঘাট ঘ. মেহেরপুর

১৬। কালুরঘাট কোন জেলায় অবস্থিত?

ক. মেহেরপুর খ. পশ্চিমবঙ্গ

গ. চট্টগ্রাম ঘ. রাজশাহী

১৭। মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন দেশে মিশন স্থাপন করে—

ক. মুক্তিযুদ্ধের বিপক্ষে সমর্থন আদায়ে

খ. বাংলাদেশ সরকারের পক্ষে সমর্থন আদায়ে

গ. পাকিস্তানের পক্ষে সমর্থন আদায়ে

ঘ. শোষণ-নির্যাতন বন্ধে আপস করতে  

১৮। কার তত্ত্বাবধানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালিত হতো?

ক. মুক্তিযোদ্ধাদের দ্বারা

খ. মিত্র বাহিনীর দ্বারা

গ. মুজিবনগর সরকারের দ্বারা

ঘ. সেক্টর কমান্ডারদের দ্বারা

১৯। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে আত্মসমর্পণকারী পাকিস্তানি সেনা—

ক. ৯২ হাজার খ. ৯৩ হাজার

গ. ৯০ হাজার ঘ. ৯১ হাজার

২০। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন ধরনের দেশগুলোর সমর্থন ছিল লক্ষণীয়?

ক. আরব দেশ খ. সমাজতান্ত্রিক

গ. পুঁজিবাদী ঘ. উন্নয়নশীল দেশ

২১। কোন দলটি ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে?

ক. আওয়ামী মুসলিম লীগ

খ. মুসলিম লীগ

গ. আওয়ামী লীগ

ঘ. কৃষক শ্রমিক পার্টি

২২। মুজিবনগর সরকার গঠন করা হয় ১৯৭১ সালের—

ক. ১০ এপ্রিল খ. ১৭ এপ্রিল

গ. ৪ নভেম্বর ঘ. ১২ অক্টোবর

২৩। বাংলাদেশে সামরিক শাসনের সূত্রপাত ঘটে কত সালে?

ক. ১৯৭৪ খ. ১৯৭৫ গ. ১৯৭২ ঘ. ১৯৭৩

২৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন ১৯৭১ সালের মার্চ মাসের কত তারিখে? 

ক. ২ মার্চ খ. ২৬ মার্চ

গ. ১৭ মাচ ঘ. ৭ মার্চ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর