default-image

এই দেশ এই মানুষ

প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখো।

সৌভাগ্য, প্রকৃতি, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, স্বজন, সার্থক, সাংগ্রাই, বিজু।

উত্তর

প্রদত্ত শব্দ অর্থ

সৌভাগ্য ভালো ভাগ্য।

প্রকৃতি নিসর্গ।

বৈচিত্র্য বিভিন্নতা।

বেলাভূমি সমুদ্রের তীরে বালুময় স্থান।

প্রান্তর মাঠ, জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান।

স্বজন আত্মীয়, বন্ধুবান্ধব, নিজের লোক।

সার্থক সফল।

সাংগ্রাই রাখাইনদের নববর্ষ উত্সব।

বিজু চাকমাদের নববর্ষ উত্সব।

শ্রদ্ধা বিশেষ সম্মান, ভক্তি।

ধাঁচ প্রকৃতি, ধরন, রকম।

পরস্পর একের সঙ্গে অন্য।

জাতিসত্তা জাতিগোষ্ঠী।

প্রশ্ন: প্রদত্ত শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।

প্রকৃতি, সৌভাগ্য, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, সার্থক

ক. আমাদের যে আমরা এ দেশে জন্মেছি।

খ. আমাদের দেশে রয়েছে সুন্দর ।

গ. কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায়-বা এর

সমুদ্রের ।

ঘ. একই দেশ, অথচ কত ।

ঙ. দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, , পাহাড়, সমুদ্র এই সব।

চ. দেশকে ভালোবাসার মধ্য দিয়েই হয়ে উঠবে আমাদের জীবন।

উত্তর

প্রদত্ত শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করা হলো:

ক. আমাদের সৌভাগ্য যে আমরা এ দেশে জন্মেছি।

খ. আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি।

গ. কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায়-বা এর সমুদ্রের বেলাভূমি।

ঘ. একই দেশ, অথচ কত বৈচিত্র্য।

ঙ. দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এই সব।

চ. দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন

প্রশ্ন: বিপরীত শব্দ লেখো।

উত্তর: জন্ম, দেশ, আপন, ক্ষুদ্র, জীবন, বন্ধু, সার্থকতা, বাঙালি।

প্রদত্ত শব্দ বিপরীত শব্দ

জন্ম মৃত্যু

দেশ বিদেশ

আপন পর

ক্ষুদ্র বৃহৎ

জীবন মরণ

বন্ধু শত্রু

সার্থকতা ব্যর্থতা

বাঙালি অবাঙালি

প্রশ্ন: সমার্থক শব্দ লেখো।

উত্তর: নদী, আকাশ, পাহাড়, সমুদ্র, মানুষ।

প্রদত্ত শব্দ সমার্থক শব্দ

নদী তটিনী, প্রবাহিনী

আকাশ নভ, গগন

পাহাড় গিরি, পর্বত

সমুদ্র সাগর, বারিধি

মানুষ মানব, লোক

প্রশ্ন: নিচের বাক্য পড়ে পদ বের করো।

মনির খুব ভালো ছেলে। রবিন তার বন্ধু। মনির ও রবিন একত্রে মাঠে খেলে।

উত্তর

মনির, রবিন— বিশেষ্য পদ

খুব ভালো— বিশেষণ পদ

তার— সর্বনাম পদ

ও— অব্যয় পদ

খেলে— ক্রিয়া পদ

বিজ্ঞাপন
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন