পঞ্চম শ্রেণির পড়াশোনা: বাংলা ও প্রাথমিক বিজ্ঞানের প্রশ্নোত্তর
ফেব্রুয়ারির গান
প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো।
মুগ্ধ, ঊর্মি, ঊর্মিমালা, স্রোতস্বিনী, সমুদ্দুর, বাহার, স্বর্ণলতা, প্রতিধ্বনি।
উত্তর
প্রদত্ত শব্দ অর্থ
মুগ্ধ বিমোহিত, আনন্দিত
ঊর্মি নদী ও সাগরের ঢেউ
ঊর্মিমালা ঢেউসমূহ, ঢেউগুলো
স্রোতস্বিনী নদী
সমুদ্দুর সমুদ্র, সাগর
বাহার সৌন্দর্য
স্বর্ণলতা সোনালি রঙের বুনোলতা
প্রতিধ্বনি বাতাসের ধাক্কায় ধ্বনির পুনরায় ফিরে আসাকে প্রতিধ্বনি বলে
প্রশ্ন: নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো।
মুগ্ধ, ঊর্মি, স্রোতস্বিনী, সমুদ্দুর, বাহার, সাগর, ঝরণা, প্রকৃতি, প্রতিধ্বনি, স্বর্ণলতা, পাহাড়, মধুর।
উত্তর
মুগ্ধ লালন সাঁই ও হাছন রাজার গান আমাদের মুগ্ধ করে।
ঊমি ঊর্মিমুখর নদী দেখলে সবাই ভয় পায়।
স্রোতস্বিনী পাহাড় থেকে নেমে আসা স্রোতস্বিনী সমুদ্রে গিয়ে পড়ে।
সমুদ্দুর সাত সমুদ্দুর তেরো নদীর পারে ছিল রূপকথার এক দেশ।
বাহার শাকেরের জামাকাপড়ের বাহার দেখলে চোখ জুড়িয়ে যায়।
সাগর সাগরতীরে সূর্যাস্তের দৃশ্য অসাধারণ।
ঝরনা সিলেট ও চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে অনেক ঝরনা আছে।
প্রকৃতি প্রকৃতির রূপসী কন্যা আমাদের এই বাংলাদেশ।
প্রতিধ্বনি মিছিলের স্লোগানগুলো ধ্বনি-প্রতিধ্বনি তুলে চারিদিক মুখরিত করে তুলছে।
স্বর্ণলতা মেঠোপথের দুই পাশের স্বর্ণলতা যেন রাস্তা আলো করে রেখেছে।
পাহাড় পাহাড় থেকে নেমে আসা নদী সাগরে গিয়ে পড়ে।
মধুর আমরা মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা বলি।
প্রশ্ন: নিচের শব্দগুলোর সমার্থক শব্দ লেখো।
উত্তর
প্রদত্ত শব্দ সমার্থক শব্দ
বিমোহিত আনন্দিত, মুগ্ধ
সাগর সমুদ্র, সমুদ্দুর
ঊর্মি ঢেউ, তরঙ্গ
ফুল পুষ্প, কুসুম
নদী স্রোতস্বিনী, তটিনী
পাখি বিহঙ্গ, পক্ষী
পাহাড় গিরি, শৈল
গাছ বৃক্ষ, তরু
বাকি অংশ ছাপা হবে আগামীকাল