ফেব্রুয়ারির গান
প্রশ্ন: সঠিক উত্তরটি লেখো।
৪. ফুলের সঙ্গে কে কথা বলে?
ক. প্রজাপতি খ. হরিণ গ. মানুষ ঘ. পাখি
উত্তর: ক. প্রজাপতি
৫. ফেব্রুয়ারির গান কাদের রক্তে লেখা?
ক. ভাইয়ের খ. মামার গ. বাবার ঘ. মানুষের
উত্তর: ক. ভাইয়ের।
৬. ‘সমুদ্দুর’-এর সমার্থক শব্দ কোনটি?
ক. নদী খ. ঊর্মি গ. সাগর ঘ. তেপান্তর
উত্তর: গ. সাগর
প্রশ্ন: নিচের যুক্তবর্ণগুলো দিয়ে শব্দ গঠন করো ও গঠিত শব্দ প্রয়োগ করে বাক্য তৈরি করো।
গ্ধ, স্ব, দ্দ, ধ্ব, ষ্ম, ন্দ, ক্ত, স্ম
উত্তর
যুক্তবর্ণ শব্দ বাক্যে প্রয়োগ
গ্ধ মুগ্ধ লালন সাঁই ও হাছন রাজার গান আমাদের মুগ্ধ করে।
স্ব স্বর্ণ মেঠোপথের দুপাশের স্বর্ণলতা যেন রাস্তা আলো করে রেখেছে।
দ্দ সমুদ্দুর সাতসমুদ্দুর তেরো নদীর পাড়ে ছিল রূপকথার এক দেশ।
ধ্ব ধ্বনি মিছিলের স্লোগানগুলো ধ্বনি-প্রতিধ্বনি তুলে চারদিক মুখরিত করে তুলেছে।
ষ্ম গ্রীষ্ম গ্রীষ্ম ঋতুতে অনেক গরম পড়ে।
ন্দ ছন্দ ফুলের সঙ্গে ছন্দ-সুরে প্রজাপতিও নাচে।
ক্ত রক্ত ভাষাশহীদেরা বুকের রক্ত দিয়ে মাতৃভাষার মান রেখেছে।
স্ম স্মরণীয় একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল