পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা: বাংলা প্রশ্নোত্তর

স্বদেশ

প্রশ্ন: গ্রামবাংলার কোন ছবিটি আমাদের চেনা?

উত্তর: চিরসবুজের দেশ আমাদের এই বাংলাদেশ। স্নিগ্ধ-শ্যামল প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা এই দেশের গ্রাম। কোথাও অবারিত ফসলের মাঠ, কোথাও বন-পাহাড়, আবার কোথাও বা আঁকাবাঁকা নদী, নদীর জোয়ার, নদীতে ভেসে চলা সারি সারি নৌকা। শস্য-শ্যামলা আর নদী আঁকা গ্রাম-বাংলার এই ছবিটি আমাদের চেনা।

প্রশ্ন: স্বদেশ কবিতায় কী দেখে ছেলেটির দিন কেটে যায়?

উত্তর: রূপে অপরূপা আমাদের এই বাংলাদেশ। মাঠে মাঠে ফসলের অপরূপ শোভা। বাতাস বয়ে যায় তার ওপর দিয়ে। মনে হয় যেন নদীর ঢেউ মাঠে ছড়িয়ে পড়েছে। অবারিত খোলা সবুজ মাঠ, মাঝে মাঝে গ্রাম, আবার মাঠ। গ্রাম যেন মাঠের সঙ্গে মিশে যায়। মাঠের পর মাঠ চলে গেছে বহু দূর, কোথাও যেন শেষ হচ্ছে না। পাশাপাশি নানা পোশাকে, নানা পেশার মানুষের আসা-যাওয়া। প্রকৃতি ও জনজীবনের এসব বৈচিত্র্য দেখে ছেলেটির দিন কেটে যায়।

প্রশ্ন: ‘সব মিলে এক ছবি’ বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর: ‘সব মিলে এক ছবি’ বলতে বোঝানো হয়েছে যে নদী, নালা, পাহাড়, সমুদ্র, ফসলের মাঠ, বন, পাখপাখালি জনজীবনের বৈচিত্র্য সব মিলে এ দেশ একটি ছবির মতো। শিল্পীর আঁকা ফ্রেমে বাঁধানো ছবিতে যেমন অনেক কিছু একসঙ্গে দেখা যায়, তেমনি মনের দৃষ্টিতে এই দেশের ঋতুবৈচিত্র্য, মানুষের জীবনযাত্রার ধরন, প্রকৃতির অপার সৌন্দর্য—সবকিছুই একসঙ্গে অনুভব করা যায়।

প্রশ্ন: নিচের কয়েকটি শব্দ বাক্যাংশ ও অর্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দ/শব্দাংশ বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো ।

শব্দ অর্থ

নদীর ধারে নদীর তীরে

কড়ি একসময় ব্যবহৃত মুদ্রা/একধরনের ছোট সাদা ঝিনুক

হলুদ পাখি একধরনের পাখি

ক. একলা বসে আপন মনে বসে ।

খ. এমনি পাওয়া এই ছবিটি নয় কেনা।

গ. এক পাশে তার জারুল গাছে দুটি ।

উত্তর

ক. একলা বসে আপন মনে বসে নদীর ধারে।

খ. এমনি পাওয়া এই ছবিটি কড়িতে নয় কেনা।

গ. এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি।

কাঞ্চনমালা আর কাঁকনমালা

প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো ।

আষ্টেপৃষ্ঠে, গর্দান, গর্জে ওঠা, স্বাদ, বিস্বাদ, পুঁটলি, ফরমাস, ঘোর, আস্তাকুঁড়ে, ফুরসত, টনটন, মায়াবতী, কাঁকন, রক্ষী, রাজপ্রাসাদ, পরস্পর।

উত্তর

প্রদত্ত শব্দ শব্দের অর্থ

আষ্টেপৃষ্ঠে সর্বাঙ্গে, সারা শরীরে।

গর্দান ঘাড়, গলা।

গর্জে ওঠা হুংকার দিয়ে ওঠা।

স্বাদ খেতে ভালো লাগে এমন।

বিস্বাদ খেতে ভালো নয় এমন।

পুঁটলি বোঁচকা।

ফরমাস হুকুম, আদেশ।

ঘোর অত্যন্ত, অনেক বেশি, গভীর।

আস্তাকুঁড়ে ময়লা, আবর্জনা ফেলার জায়গা।

ফুরসত অবসর, অবকাশ, ছুটি।

টনটন যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি।

মায়াবতী দয়া, মমতা আছে যে নারীর।

কাঁকন হাতে পরার গয়না।

রক্ষী প্রহরী, সেনা।

রাজপ্রাসাদ রাজপুরী বা রাজবাড়ি।

পরস্পর একের সঙ্গে অন্যের।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল