বাংলা | প্রশ্নোত্তর

শিক্ষাগুরুর মর্যাদা

প্রশ্ন: নিচের কথাগুলো বুঝে নাও এবং শিক্ষককে ডেকে বাদশাহ আলমগীর কী প্রশ্ন করলেন তা লেখো।

শিক্ষককে ডাকি বাদশাহ কহেন, ‘শুনুন জনাব তবে,

পুত্র আমার আপনার কাছে

সৌজন্য কি কিছু শিখিয়াছে?

বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা,

নইলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা।’

উত্তর: শিক্ষককে ডেকে বাদশাহ আলমগীর প্রশ্ন করলেন, ‘আমার পুত্র আপনার
কাছে সৌজন্যমূলক আচরণ শিখেছে কি?’ কারণ একদিন সকালবেলার ঘটনা দেখে বাদশাহ মনে করেন, শাহজাদা বেয়াদবি আর গুরুজনে অবহেলাই শুধু শিখেছে।

প্রশ্ন: ক্ষ, স্ব, স্ম, স্ত্র—প্রত্যেকটি যুক্তবর্ণ ব্যবহার করে তিনটি করে শব্দ লেখো।

উত্তর

ক্ষ = ক + ষ —ক্ষয়, শিক্ষা, সক্ষম

স্ব = স + ব— স্বপ্ন, স্বার্থ, স্বস্তি

স্ম = স + ম— স্মরণ, স্মৃতি, বিস্মিত

স্ত্র = স + ত + র— সশস্ত্র, অস্ত্র, ইস্ত্রি

ভাবুক ছেলেটি

প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো।

পর্যবেক্ষণ, উত্তরকালে, পাণ্ডিত্যপূর্ণ, প্রবেশিকা, এফএ, বিজয়স্তম্ভ, বৈজ্ঞানিক কল্পকাহিনি, গিরিডি

উত্তর

পর্যবেক্ষণ — কোনো কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা।

পাণ্ডিত্যপূর্ণ —জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ।

প্রবেশিকা —আজকের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। সেটি পাস করলে কলেজে প্রবেশ করা যেত, তাই নাম হয়েছিল প্রবেশিকা।

এফএ —আজকের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পর্যায়ের পরীক্ষা।

বিজয়স্তম্ভ —কোনো কিছু জয় করার পর যে স্তম্ভ নির্মাণ করে বিজয় ঘোষণা করা হয়।

বৈজ্ঞানিক কল্পকাহিনি —কল্পনার আশ্রয়ে লেখা বিজ্ঞানভিত্তিক কাহিনি।

গিরিডি —ভারতের ঝাড়খন্ড রাজ্যে অবস্থিত গিরিডিহ জেলার প্রধান শহর। ১৯৭২ সালের আগে স্থানটি হাজারিবাগ জেলার মধ্যে ছিল।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

খন্দকার আতিক, শিক্ষক, উইল্‌স লিট্‌ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা