বঙ্গভূমির প্রতি
৫. বাংলা ভাষায় প্রথম সনেট লেখেন কোন কবি?
ক. মানিক বন্দ্যােপাধ্যায়
খ. প্রেমেন্দ্র মিত্র
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
৬. বাংলায় প্রথম পত্রকাব্য লেখেন কোন কবি?
ক. জসীমউদ্দীন
খ. মধুসূদন দত্ত
গ. মোহিতলাল মজুমদার
ঘ. বুদ্ধদেব বসু
৭. হিন্দুধর্ম ত্যাগ করে মাইকেল মধুসূদন দত্ত
কোন ধর্ম গ্রহণ করেন?
ক. ইসলাম খ. বৌদ্ধ
গ. খ্রিষ্টান ঘ. জৈন
৮. ‘জন্মিলে মরিতে হবে’ এটি কার উক্তি?
ক. চিরন্তন সত্য
খ. জ্ঞানীদের উক্তি
গ. মুনি-ঋষিদের কথা
ঘ. সাধকদের কথা
৯. ‘স্মৃতিজল’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. চিরকাল মানুষের স্মৃতিতে বেঁচে থাকার আকাঙ্ক্ষা
খ. স্মরণ
গ. স্মৃতিকাতরতা
ঘ. স্মৃতির জল
১০. মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি?
ক. শর্মিষ্ঠা খ. পদ্মাবতী
গ. কৃষ্ণকুমারী ঘ. সব কটি
১১. নিচের কোনটি প্রহসন?
ক. একেই কি বলে সভ্যতা
খ. বুড়ো সালিকের ঘাড়ে রোঁ
গ. মায়াকানন
ঘ. ক ও খ
১২. দেশকে ভালোবাসা ও মাকে ভালোবাসা সমান কথা। কারণ, দেশ মায়ের সমান। উদ্দীপক ও কবিতার মিল আছে কোথায়?
ক. বঙ্গভূমি দেশের মতো
খ. দুই জায়গাতেই দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে
গ. জন্মভূমি দাস থেকে আলাদা
ঘ. জন্মভূমি প্রাণের তৃষ্ণা মেটায়
১৩. কখন থেকে মাইকেল মধুসূদন দত্তের মনে কবি হবার তীব্র বাসনা ছিল?
ক. শৈশব খ. কৈশোর
গ. যৌবন ঘ. বার্ধক্য
১৪. মাইকেল মধুসূদন দত্ত বাংলা, ইংরেজি, হিব্রু, ফরাসি, জার্মান, ইটালিয়ান ও তামিল ছাড়া আর কোন ভাষায় পারদর্শী ছিলেন?
ক. তেলেগু ঘ. মারাঠি
গ. সংস্কৃত ঘ. আসামি
১৫. মাইকেল মধুসূদন দত্ত রচিত মহাকাব্য কোনটি?
ক. পদ্মাবতী খ. কৃষ্ণকুমারী
গ. বীরাঙ্গনা কাব্য ঘ. মেঘনাদবধ কাব্য
১৬. মাইকেল মধুসূদন দত্ত কোথায় মৃত্যুবরণ করেন?
ক. সাগরদাঁড়িতে খ. বিলেতে
গ. কলকাতায় ঘ. যশোরে
১৭. মাইকেল মধুসূদন দত্ত কবে মৃত্যুবরণ করেন?
ক. ১৮২৪ সালের ২৫ জানুয়ারি
খ. ১৮২৪ সালের ২৯ জুন
গ. ১৮৭৩ সালের ২৯ জুন
ঘ. ১৮৭৩ সালের ২৫ জানুয়ারি
১৮. ‘মক্ষিকার’ সমার্থক শব্দ কোনটি?
ক. মৌমাছি খ. মাছি
গ. বোলতা ঘ. ফড়িং
সঠিক উত্তর
বঙ্গভূমির প্রতি: ৫. গ ৬. খ ৭. গ ৮. ক ৯. খ ১০. ঘ ১১. ঘ ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. ঘ ১৬. গ ১৭. গ ১৮. খ
মেসোপটেমীয় সভ্যতা
মেসোপটেমিয়ায় অনেক সভ্যতা গড়ে উঠেছিল। মেসোপটেমিয়ার সভ্যতাগুলোর মধ্যে পুরোনো ব্যাবিলন যুগের রাজা হাম্মুরাবি আইন সংকলন তৈরি করেছিলেন। এশীয়রা যুদ্ধবিদ্যায় খুবই পারদর্শী ছিল। এ ছাড়া দালানকোঠা নির্মাণ, ভাস্কর্য তৈরি, বিজ্ঞানচর্চা প্রভৃতি নানা ক্ষেত্রে মেসোপটেমীয় সভ্যতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।