বাংলা | বহুনির্বাচনি প্রশ্ন

বঙ্গভূমির প্রতি

৪৪. ‘অমর’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত?

ক. সন্ধি খ. সমাস

গ. উপসর্গ ঘ. প্রত্যয়

৪৫. কবি ‘বঙ্গভূমি’ বলতে কী বুঝিয়েছেন?

ক. বাংলাদেশ খ. কলকাতা

গ. পশ্চিমবঙ্গ ঘ. ভারত

৪৬. ‘দেহ-আকাশ’ শব্দটি কোন সমাসযোগে গঠিত?

ক. বহুব্রীহি খ. দ্বন্দ্ব

গ. কর্মধারয় ঘ. দ্বিগু

৪৭. মধুহীন না করতে অনুরোধ করেছেন কাকে?

ক. বিদেশকে খ. শহরকে

গ. বাবাকে ঘ. জন্মভূমিকে

৪৮. ‘এ মিনতি করি পদে’—এখানে কার পদের কথা বলা হয়েছে?

ক. মায়ের খ. বাবার

গ. জন্মভূমির ঘ. বিদেশের

৪৯. ‘প্রথাবিরোধী’ লেখক বলতে কী বোঝায়?

ক. যিনি প্রথা অনুসরণ করে লেখেন

খ. যিনি গতানুগতিক ধারায় লেখেন

গ. যিনি লেখায় বিপ্লবী রূপ ধারণ করেন

ঘ. যিনি গতানুগতিক প্রথার বাইরে লেখেন

দুই বিঘা জমি

১. ‘দুই বিঘা জমি’ কোন ধরনের কবিতা?

ক. কাহিনি-কবিতা খ. গীতিকবিতা

গ. চতুর্দশপদী কবিতা

ঘ. স্বদেশপ্রেমের কবিতা

২. ‘সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম’—পঙ্‌ক্তিটিতে যে ভাব প্রকাশ পেয়েছ—

i. স্মৃতিকাতরতা

ii. স্পর্শকাতরতা

iii. অনুদারতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩. বাবু সাহেবের সম্পত্তির আকাঙ্ক্ষা ফুটে উঠেছে যে চরণে—

i. বাবু কহিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে

ii. পেলে দুই বিঘে, প্রস্থ ও দিঘে সমান হইবে টানা

iii. এ জগতে হায়, সেই বেশি চায়, আছে যার ভূরি ভূরি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

কবিতাংশটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

“মাটির কলসে জল ভরে

ঘরে ফিরে সলিমের বউ তার ভিজে দুটি পায়।”

৪. ‘দুই বিঘা জমি’ কবিতার যে দিক ওপরের উদ্দীপকে ফুটে উঠেছে, তা হচ্ছে—

ক. নদীমাতৃক দেশ খ. গ্রামীণ আবহাওয়া

গ. দরিদ্র জীবন ঘ. স্মৃতিধন্য গ্রাম

৫. ওপরের অনুচ্ছেদে ‘দুই বিঘা জমি’ কবিতার আলোকে ফুটে ওঠা ভাবটি নিচের কোন পঙ্‌ক্তিতে প্রকাশ পেয়েছে?

ক. চোখে আসে জল ভরে

খ. আঁখিজলে ভাসি

গ. সজল চক্ষে, করুন রক্ষে

ঘ. জল লয়ে যায় ঘরে

৬. ‘দুই বিঘা জমি’ কবিতার উৎস কোন কাব্যগ্রন্থ?

ক. সোনার তরী খ. কথা ও কাহিনী

গ. শেষ লেখা ঘ. গীতাঞ্জলি

সঠিক উত্তর

বঙ্গভূমির প্রতি: ৪৪. গ ৪৫. ক ৪৬. খ ৪৭. ঘ ৪৮. গ ৪৯. ঘ

দুই বিঘা জমি: ১. ক ২. ক ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. খ