বাংলা | বহুনির্বাচনি প্রশ্ন

নতুন দেশ

১৮. নতুন দেশ কবিতাটির কবি কে?

ক. জসীমউদ্​দীন

খ. শামসুর রাহমান

গ. কাজী নজরুল ইসলাম

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

১৯. অজানার প্রতি ব্যাকুলতা কার?

ক. জেলের খ. মাঝির

গ. বাবার ঘ. শিশুর

২০. সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথের বিলেতে যাওয়ার কারণ?

ক. ব্যবসা খ. চাকরি

গ. ব্যারিস্টারি পড়া ঘ. ভ্রমণ

২১. শিশুমনে সাধ জাগে কেন?

ক. বাবাকে আপিস যেতে দেখে

খ. পাখিকে উড়তে দেখে

গ. মানুষকে ঘুরতে দেখে

ঘ. ঘরের কোণে থাকে তাই

২২. নতুন নগরে বনে ভেসে যেতে ইচ্ছা হয় কেন?

ক. নতুন বাজার দেখতে

খ. নতুন খাবার দেখতে

গ. নতুন বন্ধু খুঁজতে

ঘ. নতুন দেশ দেখতে

২৩. নতুন দেশ কবিতার উদ্দেশ্য কী?

ক. শিশুদের বিষয়ে আগ্রহী করে তোলা

খ. অভিলাষ জাগিয়ে তোলা

গ. পাঠে মনোযোগ বৃদ্ধি

ঘ. সৃজনশীলতা জাগিয়ে তোলা

২৪. নতুন দেশ সম্পর্কে শিশুর মনে প্রশ্ন জাগার কারণ কী?

ক. কেউ নতুন দেশে যায় নাই তাই

খ. সবাই ভয় পায় তাই

গ. অনেক গল্প শুনেছে তাই

ঘ. কখনো দেখেনি তাই

২৫. নদীর ঘাটে বাঁধা নৌকা নেচে ওঠে কেন?

ক. ঢেউয়ে

খ. বৃষ্টিতে

গ. ঝড়ে

ঘ. বাতাসে

২৬. ভাটা হয় কেন?

ক. চাঁদ ও সূর্যের বিকর্ষণে

খ. চাঁদ ও সূর্যের আকর্ষণে

গ. পৃথিবী সূর্যকে আকর্ষণ করে বলে

ঘ. চাঁদ ও পৃথিবীর আকর্ষণে

২৭. বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা
কে?

ক. কাজী নজরুল ইসলাম

খ. আলতাফ মাহমুদ

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. জীবনানন্দ দাশ

২৮. নতুন দেশ কবিতার বৈশিষ্ট্য হিসেবে নিচের কোনটি প্রযোজ্য?

ক. শিশুমনের সরলতা

খ. শিশুর খামখেয়ালিপনা

গ. শিশুর নির্বুদ্ধিতা

ঘ. শিশুমনের কৌতূহল

সঠিক উত্তর

নতুন দেশ: ১৮. ঘ ১৯. ঘ ২০. গ ২১. ঘ ২২. ঘ ২৩. ঘ ২৪. ঘ ২৫. ক ২৬. খ ২৭. গ ২৮. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

খন্দকার আতিক, শিক্ষক
উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা