ভাব ও কাজ
১৭. ‘শিক্ষার সফলতা ফলাফলে’ সে অনুযায়ী ভাবের সফলতা কোথায়?
ক. ভাবকে ভাবের মধ্যে রাখলে
খ. ভাবকে ধ্যানে পরিণত করলে
গ. ভাবকে কাজে পরিণত করলে
ঘ. অন্যকে প্রভাবিত করলে
১৮. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে ‘দশচক্রে ভগবান ভূত’ এই প্রবাদ বাক্যের ‘দশচক্র’ প্রতীকটি কাদের বোঝাতে ব্যবহৃত হয়েছে?
ক. অসাধু কর্মী
খ. কর্মবিমুখ মানুষ
গ. কাপুরুষ
ঘ. হঠকারী
১৯. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে ভাব-সাধনা করতে বলা হয়েছে কেন?
ক. অন্ধের মতো কাজ করার জন্য
খ. এগিয়ে চলার জন্য
গ. কর্মে শক্তি আনার জন্য
ঘ. ভাবের মাধ্যমে কার্য সাধনের জন্য
২০. ‘ভাবকে তোমার দাস করিয়া লও’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. ভাবের দ্বারা কার্যসিদ্ধি
খ. ভাবের দাসত্ব বরণ
গ. কাজকে ভাবের দাস বানানো
ঘ. ভাবকে কাজের দাস বানানো
২১. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে ‘কুম্ভকর্ণ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. রাবণের বড় ভাইকে
খ. রাবণের ছোট ভাইকে
গ. রাবণের পুত্রকে
ঘ. রাবণের সারথিকে
২২. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে ‘মহাপাপ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করা
খ. অন্যকে বিপদে ফেলা
গ. আত্মার শক্তিকে জাগিয়ে তোলা
ঘ. অন্যের কাজকে নষ্ট করা
২৩. মানুষকে কবজায় আনার জন্য করণীয় কী?
ক. মানুষের অধিকার হরণ করা
খ. নিজের দল ভারী করা
গ. কোমল জায়গায় ছোঁয়া দেওয়া
ঘ. ভাবের দ্বারা কার্যসাধন
২৪. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে ‘উদমো ষাঁড়’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. বন্ধনযুক্ত ষাঁড় খ. বন্ধনমুক্ত ষাঁড়
গ. স্বাস্থ্যবান ষাঁড় ঘ. উন্নত জাতের ষাঁড়
২৫. ‘কর্পূর’ শব্দটি দ্বারা বোঝানো হয়েছে—
ক. বৃক্ষরস থেকে তৈরি ওষুধ
খ. বৃক্ষরস থেকে তৈরি গন্ধদ্রব্য
গ. বৃক্ষরস থেকে তৈরি সুস্বাদু খাবার
ঘ. বৃক্ষরস থেকে তৈরি প্রসাধনী
২৬. ‘লা-পরওয়া’ শব্দটি ব্যবহার করা হয়েছে কেন?
ক. গ্রাহ্য করা অর্থে
খ. গ্রাহ্য না করা অর্থে
গ. সমর্থন করা
ঘ. উত্সাহ দেওয়া অর্থে
২৭. কোনো ভালো উদ্যোগ নষ্ট হওয়ার পেছনে কারণ—
ক. পরিকল্পনা ও কাজের স্পৃহা না থাকা
খ. ভাবের অভাব
গ. পারস্পরিক বোঝাপড়ার অভাব
ঘ. নিয়ম অমান্য করা
২৮. কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
ক. ব্যথার দান খ. যুগবাণী
গ. অগ্নি-বীণা ঘ. মধুমালা
সঠিক উত্তর
ভাব ও কাজ: ১৭. গ ১৮. ক ১৯. গ ২০. ঘ
২১. খ ২২. ক ২৩. গ ২৪. খ ২৫. খ ২৬. খ
২৭. ক ২৮. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল