বাংলা | যুক্তবর্ণ বিভাজন

যুক্তবর্ণ বিভাজন বাক্যে প্রয়োগ

৪০. দ্দ দ+দ বহদ্দারহাট চট্টগ্রামের একটি বিখ্যাত জায়গার নাম

৪১. দ্ধ দ + ধ বড়দের শ্রদ্ধা করা উচিত।

৪২. দ্ব দ+ব তোমার দ্বারাই এ কাজ হবে।

৪৩. দ্ভ দ+ভ সবার সঙ্গে সদ্ভাব রেখে চলা উচিত।

৪৪. দ্ম দ + ম পদ্মা একটি বড় নদী।

৪৫. ন্ট ন+ট মন্টু প্রতিদিন স্কুলে যায়।

৪৬. ণ্ঠ ণ+ঠ রীতার গানের কণ্ঠ চমৎকার।

৪৭. ন্ড ন+ড ডান্ডাবেড়ি পরিয়ে আসামিকে নিয়ে যাচ্ছে।

৪৮. ন্ত ন + ত কার্তিক–অগ্রহায়ণ এই দুই মাস হেমন্তকাল।

৪৯. শ্ম শ + ম শ্মশানে মৃতদেহ সৎকার করা হয়।

৫০. ন্থ ন+থ পান্থপথ ঢাকার একটি পরিচিত জায়গা।

৫১. ন্দ ন + দ সুন্দরবন প্রকৃতির অপার দান।

৫২. ন্দ্ব ন+দ+ব দ্বন্দ্ব সংঘাত এড়িয়ে চলা উচিত।

৫৩. ন্দ্র ন+দ+র মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছি।

৫৪. ন্ধ ন + ধ রাজ আমার সেরা বন্ধু।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


খন্দকার আতিক, শিক্ষক
উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা