default-image

উপন্যাস: কাকতাড়ুয়া

৮. সেলিনা হোসেন কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৯৪০ সালে

খ. ১৯৪২ সালে

গ. ১৯৪৫ সালে

ঘ. ১৯৪৭ সালে

৯. নোলক বুয়ার কী আছে?

ক. নৌকা খ. মুড়ি ভাজা গ. খড়ের গাদা ঘ. ফলপাকুড়

১০. ছোট-খাটো কাজের জন্য কোন বাড়িতে বুধার ডাক পড়ে?

ক. নোলক বুয়ার বাড়িতে

খ. দোকানদারের বাড়িতে

গ. গেরস্থ বাড়িতে

ঘ. হরিকাকুর বাড়িতে

১১. গেরস্থ বাড়িতে বুধার কী জোটে?

ক. ভাত-মাংস

খ. অড়হর ডাল ও ভাত

গ. ভাত ও মাছ

ঘ. মুড়ি ভাজা

১২. বুধা কোথায় পেটপুরে খেতে পায়?

ক. গেরস্ত বাড়িতে

খ. বিয়ে বাড়িতে

গ. চায়ের দোকানে

ঘ. নোলক বুয়ার বাড়ি

১৩. বুধা স্বাধীন কেন?

ক. বুধা সাহসী বলে

খ. বুধার কেউ নেই বলে

গ. সবাই বুধাকে ভয় পায় বলে

ঘ. যুদ্ধে সবাই পালিয়েছে বলে

১৪. বুধার মতে, ভালো মানুষ বলা হয়—

i. যে গান গায়

ii. যার ভেতরে গান থাকে

iii. যে গান ভালোবাসে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

বিজ্ঞাপন

১৫. তিনুর বয়স কত?

ক. এক বছর খ. দেড় বছর গ. দুই বছর ঘ. আড়াই বছর

১৬. ‘ও দুঃখকে হিংস্র শকুনই ভাবে’। এর কারণ হলো—

i. মগজের ভেতরে শুনতে পায় শকুনের পাখার ঝাপটানি

ii. শুনতে পায় শকুনের শক্ত চঞ্চুর ঠোকরানোর শব্দ

iii. ওর সামনে জেগে ওঠে একটি ভয়াবহ কুটিল রাত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭. বুধার কয়জন চাচাতো ভাইবোন আছে?

ক. ছয়জন খ. সাতজন

গ. আটজন ঘ. নয়জন

১৮. ‘ছন্নছাড়া’ নামটি বুধাকে কে দিয়েছিল?

ক. হরিকাকু খ. তালেব

গ. নোলক বুয়া ঘ. কুন্তি

১৯. হরিকাকু বুধাকে কী নামে ডাকে?

ক. কাকতাড়ুয়া খ. মানিকরতন

গ. ছন্নছাড়া ঘ. খোকনবাবু

২০. ‘তুমি যেয়ো না, বুধা ভাই’ উক্তিটি কার?

ক. কুন্তির খ. তিনুর

গ. রানির ঘ. বিনুর

২১. ‘পথের পাঁচালী’ উপন্যাসের রচয়িতা কে?

ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. শরত্চন্দ্র চট্টোপাধ্যায়

ঘ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

সঠিক উত্তর

কাকতাড়ুয়া: ৮. ঘ ৯. খ ১০. গ ১১. খ ১২. খ

১৩. খ ১৪. ঘ ১৫. খ ১৬. ঘ ১৭. গ ১৮. গ ১৯. খ ২০. ক ২১. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন