উপন্যাস: কাকতাড়ুয়া
৪০. রাজাকার কমান্ডারের প্রতি বুধার ক্ষোভ কেন?
ক. গণহত্যার জন্য
খ. যুদ্ধ করার জন্য
গ. সহযোগিতা না করার জন্য
ঘ. যুদ্ধ করেনি বলে
৪১. চোখ লাল হলে বুধার ভেতর কী জাগে?
ক. কিছু করার ইচ্ছা
খ. তীব্র কান্নার আবেগ
গ. কষ্টের স্মৃতিকাতরতা
ঘ. শত্রুদের প্রতি ঘৃণা
৪২. কার উপন্যাসে ফ্রয়েডীয় মনোবিশ্লেষণের আলোকে নর-নারীর জটিল সম্পর্কের কথা ব্যক্ত হয়েছে?
ক. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ. মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৪৩. ‘আমি কামাই করব’ উক্তিটি কার?
ক. চািচর
খ. বুধার
গ. কুন্তির
ঘ. শাহাবুদ্দিনের
৪৪. চাচির প্রতি বুধা কৃতজ্ঞ হয়ে
ওঠে কেন?
ক. মা–বাবা মারা যাবার পর তিনিই তাকে আশ্রয় দিয়েছেন
খ. স্বাধীন মানুষ হওয়ার স্বপ্ন দিয়েছে গ. চাচি তাকে তিন বেলা খাবার নিশ্চিত করেছে
ঘ. এখন তারাই বুধার অভিভাবকের ভূমিকা পালন করছে
৪৫. ‘রেকি’ শব্দের অর্থ কী?
ক. পর্যবেক্ষণ করা
খ. খুঁজে বের করা
গ. ছবি আঁকা
ঘ. যুদ্ধ করা
সঠিক উত্তর
কাকতাড়ুয়া: ৪০. ক ৪১. ক ৪২. গ ৪৩. খ ৪৪. খ ৪৫. ক